স্টুডিয়োর বাইরে লাইন দেওয়া থেকে পরিচালকের তিরস্কার- রাজ কী ভাবে বদলে দিলেন শুভশ্রীর জীবন?

স্টুডিয়োর বাইরে লাইন দেওয়া থেকে পরিচালকের তিরস্কার- রাজ কী ভাবে বদলে দিলেন শুভশ্রীর জীবন?

'ধর্মযুদ্ধ', 'হাবজি গাবজি', 'বিসমিল্লা'— যে দিকেই চোখ যায়, এখন শুধুই তিনি। শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুজোতেও মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'বৌদি ক্যান্টিন'। পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি মুক্তির আগে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি শুভশ্রী।

প্রশ্ন: নিজের

শুভশ্রী: (চেনা হাসি দিয়ে শুরু) তাই! আমার কখনও এমনটা মনে হয়নি। আসলে নিজেদের কাজ, জীবন নিয়ে এতটা ব্যস্ত থাকি তাই এটা বুঝতে পারি না। বাইরে থেকে যাঁরা আমাদের দেখছেন, তাঁরা বুঝতে পারবেন। যেটুকু করি সততার সঙ্গে করি, এটাই আমার মূল মন্ত্র।

প্রশ্ন:

শুভশ্রী: আমি দর্শক হিসাবে গল্প শুনি। এক লাইন শুনে যদি মনে হয় আমার এই কাজটা করা উচিত, তখনই রাজি হয়ে যাই। তাতে চরিত্রের দৈর্ঘ্য বড় হোক বা ছোট। তবে এক লাইন শোনার পর যদি মনে হয় পুরো চিত্রনাট্যটা শুনতে হবে, তা হলে গন্ডগোল আছে!

প্রশ্ন:

শুভশ্রী: প্রথমের দিকে এই ভাবে কাজ হত না। আমরা কখনও চিত্রনাট্যও পাইনি হাতে। শুধু বলে দেওয়া হত তুমি এই ছবিটা করছ। ফ্লোরে গিয়ে বলা হত, এই সংলাপ বলে দাও ব্যস। চিত্রনাট্য আগে থেকে পড়ার ব্যাপার ছিল না। আমি তখন দর্শক মহলে পরিচিত নাম। এক বার এক পরিচালকের কাছে ছবির আগে চিত্রনাট্য চেয়েছিলাম। তখন উনি বলেছিলেন, বাবা! এত বড় হয়ে গিয়েছিস যে স্ক্রিপ্ট চাইছিস। যদিও এখন সবটাই বদলে গিয়েছে।

শুভশ্রীর বিবর্তন। ফাইল-চিত্র

প্রশ্ন:

শুভশ্রী: অনেক অনেক সুবিধা। আগে অনেক অসুবিধার মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হত। এনটিওয়ান স্টুডিয়োর বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম। দারোয়ানের কাছে এন্ট্রি করে ঢুকতে হত। নতুন প্রজন্মের কাউকে এ সবের মুখোমুখি হতে হয় বলে আমার মনে হয় না।

প্রশ্ন:

শুভশ্রী: বাকিদের ছবি নেই, শুধু আমি কাজ করছি সেটা মোটেই আনন্দের নয়। তবে আমায় নিয়ে সবাই ভাবছেন, বিভিন্ন রকম চরিত্রে পরিচালক, প্রযোজকরা আমায় ভাবছেন তা অবশ্যই আনন্দের।

প্রশ্ন:

শুভশ্রী: মাঝেমাঝেই প্রশ্ন ওঠে, এক কালের দুষ্টু মিষ্টি মশলাদার বাণিজ্যিক ছবির নায়িকার তকমা ছেড়ে নিজেকে প্রমাণ করা কতটা কঠিন? আমি বললাম সুইত্‍জারল্যান্ডের বরফে ১০ জন নায়িকাকে দাঁড় করাতে পারলে আমি আমার নাম বদলে দেব। ওটাও সমান কঠিন। তবে অবশ্যই 'পরিণীতা' ছবির মাধ্যমে এক অন্য শুভশ্রীর জন্ম হয়। সেই পরিচালক বুঝেছিলেন, আমিও অভিনয় করতে পারি। তার পরেই বাকিরা গুরুত্ব দিতে শুরু করেন। এই ব্রেকটা আমি আগেই পেতে পারতাম। যদি মানুষ গতে বাঁধা চিন্তাভাবনায় আটকে না থাকত।

রাজই শুভশ্রীর জীবনের কোচ। ফাইল-চিত্র

প্রশ্ন: কখনও

শুভশ্রী: না, শুধু পরিণীতার জন্য নয়। এমন বহু কারণের জন্য মনে হয়, ভাগ্যিস ও জীবনে এসেছিল! আমি বলতে পারি রাজ সেই সময় আমার উপর বিশ্বাস করেছে, যখন আমি নিজেই ভাবতে পারিনি যে, এই কাজটা আমি পারি।

প্রশ্ন:

শুভশ্রী: সংশয় বলব না। মাঠে নামার আগে তো বুঝতে পারব না পিচটা কেমন? আমার বিপরীতে যে আছে, তার আজ মুড কেমন। মাঠে নামার সুযোগটা তো পেতে হবে। সেই দ্বিধাটাই মাঝেমাঝে কাজ করত। সেই আত্মবিশ্বাস জোগায় এক জন কোচ। বোঝাবে, তুমি পারবে। মাঠে নামলে তুমি ছক্কা মারবে। সেই কোচের ভূমিকাই পালন করেছে রাজ।

পুজোয় মুক্তি পেতে চলেছে শুভশ্রীর আগামী ছবি 'বৌদি ক্যান্টিন'। ফাইল-চিত্র

প্রশ্ন:

শুভশ্রী: আমার ছবিটাই আগে দেখতে হবে, এমন ভাবনা আমার নেই। বহু বছর ধরে দেখছি, পুজোর সময় ছবি মুক্তি পেলে ভালই ব্যবসা করে। আমার ধারণা, সেই বিশ্বাস থেকেই প্রযোজক ভেবেছেন পুজোর সময় এতগুলো ছবির মাঝে ভাল ব্যবসা করবে আমাদের ছবিও।

'ইন্দুবালা'র হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী। ফাইল-চিত্র

প্রশ্ন:

শুভশ্রী: ওই মেক আপ করতে এবং তুলতে মোট সাড়ে পাঁচ ঘণ্টা সময় লেগেছে। সোমনাথ কুণ্ডু অসাধারণ। তবে শুধু মেকআপ করলে তো হবে না। অভিনয়টা তো করতে হবে। আমার মাথায় একটা জিনিস কাজ করে, রেডি হয়ে প্রথম যখন ফ্লোরে পা রাখব, তা দেখে প্রথম যে প্রতিক্রিয়াটা আমি পাব, সেটাই নির্ণয় করে দেয় কী হতে চলেছে। আমায় দেখে সবাই থমকে গিয়েছিলেন।

প্রশ্ন:

শুভশ্রী: অবশ্যই ঋতুপর্ণ ঘোষ। স্বপ্ন ছিল। শুনেছিলাম, আমায় নিয়ে

ভেবেওছিলেন তিনি। যাই হোক, কিছু কিছু স্বপ্ন অপূর্ণ থাকাই ভাল।