পুজোর আগেই ফুল বুকিং জলদাপাড়া।

পুজোর আগেই ফুল বুকিং জলদাপাড়া।

পুজোর আগেই ফুল বুকিং জলদাপাড়া। জলদাপাড়া সরকারি ট্যুরিস্ট লজে পুজোতে পর্যটকদের মন কাড়তে পুজোয় থাকছে লোভনীয় পদের সম্ভার। পুজোর আগে যখন জয়ন্তী, চিলাপাতা এলাকায় বুকিং নেই। কপালে হাত পর্যটন ব্যবসায়ীদের। ঠিক সেই মুহুর্তে দাঁড়িয়ে পর্যটকদের বুকিং দেখে হাসছে জলদাপাড়া।

জলদাপাড়া সরকারি ট্যুরিস্ট লজে বুকিং হয় অনলাইনে। লজের ম্যানেজার নিরঞ্জন সাহা জানান, অনলাইনে নিমিষের মধ্যে বুক হয়ে যাচ্ছে একের পর এক ঘর।দেখে ভালোই লাগছে।পর্যটকদের জন্য পছন্দ সই রান্নার আয়োজন নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে।পুজোয় স্বাভাবিক ভাবেই বাঙালি পদ পছন্দ করবেন পর্যটকেরা।কিন্তু চাইনিজ,মোঘল ডিশের আয়োজন করা হবে।কোনো খামতি রাখা হবে।

কথায় আছে ভ্রমণপিপাসু বাঙালি।বেড়াতে যাওয়ার হুজুগ বরাবরই বিরাজ করে বাঙালির মনে।জলদাপাড়া ট্যুরিস্ট লজের ম্যানেজারের মতে এবারে পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন হবে জলদাপাড়া। জলদাপাড়াতে এলে বনের পাখিদের কলতান শোনা যায়। এছাড়া বাইসন, গণ্ডার , হাতিরও দেখা মিলবে।