বিরাট তথ্য রিজার্ভ ব্যাঙ্কের হাতে মাত্র ২দিন সময় এই ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে একটি টাকাও তুলতে পারবেন না

বিরাট তথ্য রিজার্ভ ব্যাঙ্কের হাতে মাত্র ২দিন সময় এই ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে একটি টাকাও তুলতে পারবেন না
যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে বড় খবর কেননা রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে যে আর মাত্র ২ দিন তারপরেই গ্রাহকেরা আর টাকা তুলতে পারবেন না ।
 আরবিআইয়ের পক্ষ থেকে বেশ কিছু আর্থিক সংস্থা, আর্থিক লগ্নিকারী সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে ।  এবার রিজার্ভ ব্যাঙ্ক আরও একটি লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে । আরবিআইয়ের সিদ্ধান্তের পরে এই মাসের ২২ তারিখে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাঙ্কটি ।

অর্থাত্‍ ব্যাঙ্কিং পরিষেবা বাতিল হয়ে যাবে । রুপি কোঅপরেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই যাঁরা এখনও পর্যন্ত টাকা তোলেননি তাঁদের জন্য জরুরি খবর টাকা তুলে নিতে পারেন ।

 কেননা ওই ব্যাঙ্কের লেনদেন ২২ সেপ্টেম্বর ২০২২-এর পরে আর হবেনা । রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত পুঁজি নেই যাতে আগামী দিনে রোজগারের সম্ভাবনা নেই ।ঠিক এই কারণেই এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হচ্ছে এই খবর রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে পাওয়া গিয়েছে ।

 রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী যদি কোনও ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে গ্রাহকের যতই অমানত থাকুক না কেন ৫ লক্ষ টাকাই সর্বাধিক পাবেন তিনি ।১৯৪৯ ধারার ৫৬ অনুচ্ছেদের সঙ্গে ধারার ১১(১) ও ২২ (৩, ডি) নিয়ম না মানলে ব্যাঙ্ক ২২ (৩, এ) ২২(৩, বি), ২২(৩, সি), ২২ (৩, ডি) ও ২২ (৩, ই) ।এই আইন মানতে না পারলে ডিআইসিজিসির নিয়ম, ১৯৬১ -এর অনুযায়ী প্রতিটি ডিপোজিটারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে, গ্রাহকেরাও দাবি করতে পারেন ।