উত্‍সব মরসুমে গ্রাহকদের মন ভরাতে আসছে Hero Maestro Xoom 110, কেমন দাম হতে পারে?

উত্‍সব মরসুমে গ্রাহকদের মন ভরাতে আসছে Hero Maestro Xoom 110, কেমন দাম হতে পারে?

ই পুজো মরসুমে নতুন স্কুটার কিনবেন ভাবছেন? তাহলে আপনার জন্য দারুণ একটি বিকল্প হাজির করতে চলেছে ভারতের সবচেয়ে বড় টু হুইলার Hero MotoCorp। খুব শিগগিরিই ভারতে লঞ্চ হতে পারে নতুন স্কুটার Hero Maestro Xoom 110। চমত্‍কার ডিজাইনের সাথে একগুচ্ছ ফিচার্স নিয়ে আসতে চলেছে এই স্কুটার।

110 সিসি রেঞ্জে যা গেম চেঞ্জার প্রমাণ হতে পারে। একনজরে এই দু চাকার কিছু বৈশিষ্ট্য জেনে নিন।

Hero Maestro Xoom 110 এর ডিজাইন এবং ফিচার্স

সম্পূর্ণ LED লাইটিং, গ্র্যাব রেইল সহ সিঙ্গেল পিস সিট এবং সাইড মাউন্ট করা এক্সহস্ট রয়েছে এতে। ১২ ইঞ্চি হুইলের উপর নির্মিত এই স্কুটারে ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যান্টি থেফট অ্যালার্ম, মিসড কল অ্যালার্ট এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশনের মতো গুরুত্বপূর্ণ ফিচার মিলবে।

নিরাপত্তার ক্ষেত্রে পাওয়া যাবে ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং রিয়ার ড্রাম ব্রেক। সংস্থা সূত্রে খবর, গ্রাহকদের আরও ভালো নিয়ন্ত্রণ দিতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমও (ABS) থাকতে পারে স্কুটারটিতে। সাসপেনশন ডিউটি র ক্ষেত্রে মজুত সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের ডুয়াল শক অ্যাবসর্বার।

Hero Maestro Xoom 110 এর ইঞ্জিন ও সম্ভাব্য দাম

এই স্কুটারে Maestro Edge 110 এর মতো i3S প্রযুক্তি সহ 110.9 সিসি ফুয়েল-ইনজেক্টেড সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন থাকার সম্ভাবনা বেশি। ইঞ্জিনটি 8.03 hp শক্তি এবং 8.75 Nm টর্ক উত্‍পন্ন করতে সক্ষম। অসাধারণ এই স্কুটারটি ভারতীয় বাজারে জোর টেক্কা দিতে পার Honda Activa 6G, TVS Jupiter এর মতো টু হুইলার গুলিকে।

Hero Maestro Xoom 110 এর সম্ভাব্য দাম সম্পর্কে আপাতত যা জানা গিয়েছে তা হল, এটি গ্রাহকদের কাছে 75,000 টাকা মূল্যে (এক্স-শোরুম) লঞ্চ করতে পারে।