সফল বলিউড কেরিয়ার ছেড়ে হলিউডে স্ট্রাগলার! ১০ বছরে কতটা বদলেছে প্রিয়াঙ্কার ভাগ্য?

সফল বলিউড কেরিয়ার ছেড়ে হলিউডে স্ট্রাগলার! ১০ বছরে কতটা বদলেছে প্রিয়াঙ্কার ভাগ্য?

কটা সময় বলিউডে দাপিয়ে বেড়িয়েছে প্রিয়াঙ্কা চোপড়া। তবে আচমকাই নিজের সাজানো কেরিয়ার ফেলে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হন প্রাক্তন বিশ্ব সুন্দরী। হলিউডে জমি দখলের লড়াই সহজ ছিল না, তবে মার্কিন টিভি সিরিজ 'কোয়ান্টিকো'তে অ্যালেক্স প্যারিসের চরিত্রে অভিনয় করে রীতিমতো সাড়া ফেলে দেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি 'দেশি গার্ল' জানিয়েছেন ইংরাজি ভাষার দর্শকদের কাছে আরও বেশি করে পৌঁছে যেতে চান তিনি। তাঁর কেরিয়ার গোল এখন অধরা। পাশাপাশি প্রায় এক দশক মার্কিন মুলুকের বিনোদন ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দেওয়ার পর এখন সেই ধরণের চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন তিনি যা তাঁর মনের মতো।

'কোয়ান্টিকো'র পর 'বেওয়াচ', 'ইজন্ট ইট রোম্যান্টিক','দ্য ম্যাট্রিক্স রেজারেকশন'-এর মতো হলিউড ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। তাঁর ঝুলিতে রয়েছে, 'ইটস অল কামিং ব্যাক টু মি', এবং 'সিটাডেল'। স্বল্প সময়েই হলিউডে অনেককিছু মাইলফলক ছুঁয়েছেন প্রিয়াঙ্কা, এমনটাই বিশ্বাসী তিনি। তবে এখানেই থামতে চান না পিগি চপস। তাঁর লক্ষ্য বহুদূর যাওয়ার।

পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাত্‍কারে অভিনেত্রী বলেন, 'আমি সবসময়ই উচ্চাকাঙ্খী, আমি খুব লক্ষ্য নির্দিষ্ট একটা মানুষ। আমার চ্যালেঞ্জ ভালোলাগে, নিজেকে ভাঙতে পছন্দ করি, আমার উত্থান দরকার, জ্ঞান দরকার। এগুলো সব মিলে গেলেই মনে হয়, আমি অনেক কিছু করতে পারি। আমি যদি একটু ভেঙে বলি, তাহলে দেখবেন ভারতে আমার অভিনয় কেরিয়ার সফল। আমি সেখানে সেরা কিছু চলচ্চিত্র পরিচালকের সঙ্গে কাজ করেছি। আমি যে সব ছবি করেছি সেগুলো নিয়ে আমি গর্বিত।'

প্রিয়াঙ্কা যোগ করেন, 'অভিনেত্রী হিসাবে আমি এখনও এখানে (হলিউডে) নতুন। এখন অভিনেতা হিসাবে আমি এমন জায়গায় পৌঁছেছি যেখানে আমার উপর সেই ভরসাটা তৈরি হয়েছে, এখন আমি সেই ধরণের কাজ করতে পারছি, যা আমি করতে চাই। আর এটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে'। 

বলিউডে প্রিয়াঙ্কাকে আগামিতে দেখা যাবে 'জি লে জারা' ছবিতে। ফারহান আখতারের এই নারীকেন্দ্রিক ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ক্যাটরিনা ও আলিয়া। আলিয়া ভাটের প্রেগন্যান্সির জেরে ছবির শ্যুটিং খানিক পিছোবে বলেই আশঙ্কা, ২০২৩-এর গোড়ায় শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল এই ছবির।