SBI অ্যাকাউন্টের ব্যালেন্স ও মিনি স্টেটমেন্ট Whatsapp থেকে কীভাবে দেখবেন? রইল পদ্ধতি

SBI অ্যাকাউন্টের ব্যালেন্স ও মিনি স্টেটমেন্ট Whatsapp থেকে কীভাবে দেখবেন? রইল পদ্ধতি

ব্যাঙ্কিং পরিষেবা আরও দ্রুত ও সহজলোভ্য করে তুলতে সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং (Whatsapp Banking) লঞ্চ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। পরিসংখ্যান বলছে, ভারতে ৪৫ কোটির বেশি গ্রাহক রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।

প্রতিনিয়ত হাজার হাজার মানুষ অ্যাকাউন্ট ব্যালেন্স এবং মিনি স্টেটমেন্ট যাচাই করেন। তবে এতদিন সেটি হত ইন্টারনেট ব্যাঙ্কিং, অফলাইন পাসবুকের মাধ্যমে অথবা Yono অ্যাপে।

তবে এর পরিষেবার অধীনে বাড়ি বসেই Whatsapp এ কয়েকটি ক্লিকেই অ্যাকাউন্ট ব্যালেন্স যাচাই করতে পারবেন। কীভাবে করবেন? ধাপে ধাপে জেনে নিন পদ্ধতি।

SBI এর Whatsapp ব্যাঙ্কিং পরিষেবা

এই পরিষেবা পাওয়ার জন্য আপনাকে প্রথম নথিভুক্ত হতে হবে। যার পদ্ধতি খুবই সহজ। যারা এখনও পরিষেবা চালু করেননি তাদের ব্যাঙ্কের তরফে একটি মেসেজ পাঠানো হয়েছে। সেখানে বিস্তারিত পদ্ধতি উল্লেখ রয়েছে।

এই পরিষেবা চালু করার জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 917208933148 এই নম্বরে 'WAREG A/C NO' পাঠাতে হবে আপনাকে।

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি Whatsapp ব্যাঙ্কিং ব্যবহার করতে পারবেন। অ্যাকাউন্ট ব্যালেন্স ও মিনি স্টেটমেন্ট যাচাই করার জন্য এবার আপনাকে Whatsapp থেকে +909022690226 নম্বরে একটি 'Hi' মেসেজ পাঠাতে হবে।

তারপরই অ্যাকাউন্ট ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট ও ডি-রেজিস্টার Whatsapp ব্যাঙ্কিংয়ের অপশন পেয়ে যাবেন। অ্যাকাউন্ট ব্যালেন্স যাচাই করার জন্য ১ টাইপ করতে হবে এবং মিনি স্টেটমেন্টের জন্য ২ টাইপ করতে হবে।

এ ছাড়া আপনার যদি কোনও প্রশ্ন থাকে সেটিও ওই চ্যাটে টাইপ করে পাঠাতে পারেন।

উপরোক্ত পদ্ধতির ফলে অ্যাকাউন্ট ব্যালেন্স জানবার জন্য বারবার আপনাকে ATM এ যেতে হবে না কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করতে হবে না। সম্পূর্ণ Whatsapp থেকে অ্যাকাউন্ট ডিটেলস যাচাই করা যাবে।