'আই অ্যাম ডেস্ট্রয়িং মাইসেল্ফ' ফেসবুক পোস্ট করেই আত্মঘাতী শিক্ষক আটক ছাত্রী

'আই অ্যাম ডেস্ট্রয়িং মাইসেল্ফ' ফেসবুক পোস্ট করেই আত্মঘাতী শিক্ষক আটক ছাত্রী
ফেসবুক পোস্ট করে আত্মঘাতী কলেজের শিক্ষক। ঘটনায় আটক কলেজ ছাত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নরসিংদীতে। মৃত শিক্ষকের নাম আবদুল্লাহ আলি। বুধবার হাজিপুরে নিজ বাড়ী থেকে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

জানা গিয়েছে, আবদুল্লাহ আলি নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ছিলেন।

তিনি বিবাহিত এবং চার বছরের এক পুত্র সন্তানও রয়েছে তাদের।

জানা গিয়েছে, কয়েক মাস আগে থেকে ঐ কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্রীকে প্রাইভেট পড়াতেন আবদুল্লাহ আলি। সেখান থেকেই ধীরে ধীরে প্রণয় এবং পরবর্তীতে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিতে শুরু করে এবং এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটিও হয় বলে অভিযোগ।

অতঃপর চাপ সামলাতে না পেরে আত্মহননের পথ বেছে নেন ওই শিক্ষক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন, 'আই অ্যাম ডেস্ট্রয়িং মাইসেল্ফ'। এরপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ রাত ১১ টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ফিরোজ তালুকদার জানান, নরসিংদী সদর হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এক ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।