'আমি বিজ্ঞানী হইনি, এটা বিশ্বের ক্ষতি.!' আবারও নিজেকে নিয়ে বড়াই করলেন অঙ্কুশ?

অঙ্কুশ হাজরার গোলমাল করার অন্ত নেই। তাঁর কাজকর্ম দেখলে রীতিমতো অবাক হতে হয়। এবার, আইসল্যান্ডে বরফ জলে নৌকায় করে ভাসছেন তিনি। সঙ্গী অবশ্যই ঐন্দ্রিলা। কিন্তু, অঙ্কুশ এই চরম ঠান্ডায়ও নিজের ইচ্ছের কথা প্রকাশ করতে ভুললেন না।
এর আগেও একবার তাঁর পেশা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা আলোচনা হয়।
ভিডিওটিতে বেশ উত্ফুল্ল মেজাজে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু, তাঁর যে জীবনের এক অভিনব ইচ্ছে ছিল সেটা আজ পর্যন্ত কারওর জানার কথা নয়। ভিডিওর ক্যাপশনে তিনি লিখলেন, 'আমার সবসময় বিজ্ঞানী হওয়ার খুব ইচ্ছে ছিল। সবাই সাপোর্ট করলেও আমার মার্কশিট আমায় সাহায্য করেনি। এটা আমার ক্ষতি না, দুনিয়ার ক্ষতি, যাই হোক!'