ব্যক্তিগত ছবি বা ভিডিও যদি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে? জেনে নিন কীভাবে করবেন ডিলিট

ব্যক্তিগত ছবি বা ভিডিও যদি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে? জেনে নিন কীভাবে করবেন ডিলিট

 নিঃসন্দেহে সারা দেশ ভয়ে গুটিয়ে রয়েছে। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ঘটনা নাড়িয়ে দিয়েছে সবাইকে। যে ভাবে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ পেয়েছে সাইটে সাইটে, সেটা ভাবলেও গায়ে কাঁটা দেবে। এমনতর ঘটনা যে নিজের সঙ্গে হবে না তার প্রতিশ্রুতি কেই বা দিতে পারে।

কথায় আছে আপনি বাঁচলে বাপের নাম। তাই ব্যক্তিগত ছবি বা ভিডিওর নিরাপত্তা নিয়ে সতর্ক হওয়া বাঞ্ছনীয়।

এমন অবস্থায় কী করা উচিত?

ব্যক্তিগত ছবি বা ভিডি জনসমক্ষে অনুমতি ছাড়া যদি চলে আসে ইন্টারনেটে, তেমন ঘটনায় পুলিশের কাছে অভিযোগ তো জানানো যেতেই পারে, কিন্তু সে পথে কাজ হতে সময় লাগতে পারে বিস্তর। তাই কোনও সাইটে ব্যক্তিগত ছবি বা ভিডিও অনাকাঙ্ক্ষিত ভাবে দেখতে পেলে, ওয়েবসাইটের অধিকারীর সঙ্গে যোগাযোগ করতে হবে সবার আগে। বেশির ভাগ ওয়েবসাইটই স্ট্রিক্ট কোম্পানি ইনফ্রিঞ্জমেন্ট পলিসি বা কঠোর প্রতিষ্ঠান লঙ্ঘন নীতিকে মেনে চলে। ফলে, তারা ব্যবস্থা নিতে বাধ্য অভইযোগ পেলে।

কোনও সাইটের অধিকারীর যোগাযোগের ঠিকানা খুঁজে না পেলে, WHOis.net ব্যবহার করা যেতে পারে। এই সাইটের অনুসন্ধান বাক্সে যে সাইটে অনাকাঙ্ক্ষিত ছবি দেখতে পাওয়া যাচ্ছে তার ইউআরএল ঠিকানা লিখলেই, WHOis.net সাইটের অধিকারীর যোগাযোগের ঠিকানা জানিয়ে দেবে।

গুগল সার্চ সম্বন্ধে কোনও অভিযোগ থাকলে তা জানানো যেতে পারে নিচের ঠিকানায়: https://support.google.com/websearch/troubleshooter/3111061#ts=2889054%2C2889099%2C288910T

আর কোনও ছবি কোনও ব্লগে অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে পেলে, ব্যবহার করা যেতে পারে নিচের ঠিকানা: https://support.google.com/blogger/contact/private_info

মনে রাখা দরকার, সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলিতে ছবি বা ভিডিও অপব্যবহার করা বিষয়ে রিপোর্ট করা বা অভিযোগ জানানোর ব্যবস্থা সবসময় থাকে। এমনকী অশ্লীল বা পর্ন ওয়েবসাইটেও এমন অভিযোগ জানানোর ব্যবস্থা থাকে এবং তারা দাবি করে যে অভিযোগ জানানোর ৪৮ ঘন্টার ভিতর তারা ছবি বা ভিডিও সাইট থেকে সরিয়ে দেয়।

এছাড়া cybercrime.gov.in-এ তো অভিযোগ জানানো যেতেই পারে। এমনকী আইনি পদক্ষেপও নেওয়া যেতে পারে। অভিযোগ জানানো যেতে পারে মহিলা আয়োগেও।