'রেল দুর্ঘটনা হলে কি রেলমন্ত্রী গ্রেফতার হন' জামিনের আবেদন করলেন পার্থর আইনজীবী

'রেল দুর্ঘটনা হলে কি রেলমন্ত্রী গ্রেফতার হন' জামিনের আবেদন করলেন পার্থর আইনজীবী

বুধবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ও হেফাজতে থাকার মেয়াদ বৃদ্ধি নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তিনি বললেন, ''রেল অ্যাক্সিডেন্ট হলে তো রেলমন্ত্রী গ্রেফতার হন না, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে তো পরিবহণ মন্ত্রী গ্রেফতার হন না, তা হলে এক্ষেত্রে নিয়ম অন্য কেন।

সিবিআই-এর তরফ থেকে অভিযোগ করা হয়, গ্রুপ সি-এর প্যানেল হওয়া সত্ত্বেও কেন শূন্যপদে নিয়োগ করা হল। এর জবাবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, তিনি তখন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন না, তিনি কী করে জানবেন সেই সময় কী হয়েছিল।''

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি তোলেন,, এই অ্যারেস্টের কোনও মানে নেই। ৫ দিন সিবিআই হেফাজতের পরেও কেন ন'দিনের বেসি সিবিআই জেল হেফাজত চাইছে, তার মানে ওঁদের আর কিছু জিজ্ঞাসা করার নেই। অসহযোগিতা পার্থ করেননি, আর সিবিআই-এর অভিযোগ যদি হয়, যে পার্থ চট্টোপাধ্যায় মুখ খুলছেন না, তা হলে কেন হেফাজতে চাওয়া হচ্ছে। তথ্য-প্রমাণ নষ্ট করতে পারে বা প্রভাবশালী তিনি, এটা না ছাড়ার কোনও কারণ হতে পারে না।

এর পরেই জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেন, ''আজ জামিনের জন্য আবেদন করছি। সিবিআই মিসলিড করছে, ৪৬৭-তো আইপিসি নেই। আর আমার তো পালানোর কোনও জায়গা নেই। আমি কোথাও পালিয়ে যাব না। আমার জামিন পাওয়া উচিত।''