পুজোর মুখে পর পর নিম্নচাপের খাঁড়া আর কতদিন চলবে বৃষ্টি রইল শেষ আপডেট

পুজোর মুখে পর পর নিম্নচাপের খাঁড়া আর কতদিন চলবে বৃষ্টি রইল শেষ আপডেট

আজও অতিভারী বৃষ্টির সর্তকতা রাজ্যে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। উপকূলে বইবে ঝোড়ো হাওয়া। মত্‍স্যজীবীদের জন্য সতর্কবার্তা। পর্যটকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা-মাঝারি বৃষ্টি হবে।

দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় শহরে তাপমাত্রা থাকবে ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। দক্ষিণ ওড়িশা উপকূলে দিয়ে শক্তিশালী এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। আপাতত তার অবস্থান ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড় এলাকায়। তার প্রভাবে ওড়িশা ও বাংলা উপকূলে ভারী-অতি ভারী বৃষ্টির সতর্কতা।