মহালয়ার ভোরে দেবী রূপে আগমনী মিঠাই পিলু অনামিকাদের শুভশ্রীর সঙ্গে অস্ত্র ধরবে তারাও

মহালয়ার ভোরে দেবী রূপে আগমনী মিঠাই পিলু অনামিকাদের শুভশ্রীর সঙ্গে অস্ত্র ধরবে তারাও

হিষাসুরমর্দিনী রূপে এ বছরও 'জি বাংলা'য় হাজির হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এ কথা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন। আশ্বিনের বাকি আর মাত্র ক'টা দিন। তবে মেঘ-বৃষ্টির খেলার মাঝেই সময় বলছে দেবীপক্ষের সূচনা হল বলে।

২৫ সেপ্টেম্বর মহালয়া। আর মহালয়া মানেই তো প্রত্যেকটা চ্যানেলে মারকাটারি প্রতিযোগিতা।

কার মহালয়া কতটা হিট। জানেন কি, 'জি বাংলা'র মহালয়ায় শুভশ্রী ছাড়াও দেবীরূপে কাদের আগমন হতে চলেছে?

পার্বতী রূপে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। অন্য দিকে মিঠাই ওরফে সৌমিতৃষা তুলে ধরবেন দেবীর অন্য রূপ। দেবী দুর্গা রূপে ধরা দেবেন তিনি। দেবী চণ্ডিকা রূপে দর্শক দেখবেন ইধিকা পালকে। যাঁকে এই মুহূর্তে দর্শক দেখছেন 'পিলু' ধারাবাহিকে রঞ্জা চরিত্রে। আর 'গৌরী এলো' ধারাবাহিকের গৌরী ওরফে মোহনা থাকছে দেবী গন্ধেশ্বরী রূপে। বাকি অভিনেত্রীদের কাকে কোন রূপে দেখা যাবে? রইল তালিকা—

দেবীরূপে ধরা দিতে চলেছেন ছোট পর্দার প্রিয় অভিনেত্রীরা। কাকে দেখা যাবে কোন রূপে?