ধোবাধোবিন চেতনা ইকো ভিলেজ প্রাঙ্গনে জেলার প্রথম পর্যটকদের জন্য টেলিস্কোপ পরিষেবার উদ্বোধন।

ধোবাধোবিন চেতনা ইকো ভিলেজ প্রাঙ্গনে জেলার প্রথম পর্যটকদের জন্য টেলিস্কোপ পরিষেবার উদ্বোধন।

ঝাড়গ্রাম জেলায় এই প্রথম পর্যটকদের মনোরম পরিবেশ দেখার জন্য ঝাড়গ্রাম চেতনা ইকো ভিলেজ ও ঝাড়গ্রাম ট্যুরিজমের উদ্যোগে টেলিস্কোপ পরিষেবার ব্যবস্থা করা হয়। রবিবার ঝাড়গ্রাম ব্লকের ধোবাধোবিন চেতনা ইকো ভিলেজ প্রাঙ্গনে টেলিস্কোপ পরিষেবার শুভ উদ্বোধন করেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুনীল আগরওয়াল সহ ধোবাধোবিন চেতনা ইকো ভিলেজ এর কর্ণধার শুভাশিস দেব সিংহ সহ আরো অনেকে। প্রদীপ জ্বালিয়ে ঝাড়গ্রাম জেলার মধ্যে প্রথম পর্যটকদের জন্য টেলিস্কোপ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন এর ফলে পর্যটকরা খুব খুশি হবেন । টেলিস্কোপের মাধ্যমে সন্ধ্যার পর পর্যটকরা পরিষ্কার আকাশ দেখতে পারবেন। আগামী দিনে ঝাড়গ্রাম জেলার পর্যটন কেন্দ্র গুলিতে এই পরিষেবা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে।

অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে পর্যটকরা বেড়াতে আসেন। তাই পর্যটকদের মনোরঞ্জনের জন্য প্রয়োজনীয় সবকিছুই ব্যবস্থা করা হয়েছে। পর্যটন ব্যবস্থার উন্নয়নে আরো অনেক কাজ করা হবে বলে জেলা শাসক সুনীল আগরওয়াল জানান। সেই সঙ্গে তিনি বলেন পর্যটকরা ঝাড়গ্রামে এসে যাতে কোন অসুবিধায় না পড়েন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যটকদের বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের থাকার জন্য সরকারি ও বেসরকারি অতিথি নিবাস রয়েছে। সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পর্যটন কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।