ভারত পিছিয়ে ৩১৮ রানে, ভরসা রাহানে, ওভালে সংকটে ভারতীয়রা

আজিঙ্ক রাহানেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ উপলক্ষে জাতীয় দলে ফেরানো হয়েছে। আর বৃহস্পতিবার ওভালে দ্বিতীয় দিনের শেষে খেলার যা অবস্থা তাতে তিনি দলের ভরসা।
দলের নামী তারকারা আগেই আউট হয়ে গিয়েছেন। এই অবস্থায় রাহানে ও জাদেজা খেলছিলেন।
ভারত এখনও অস্ট্রেলিয়ার থেকে প্রথম ইনিংসে পিছিয়ে রয়েছে ৩১৮ রানে। ভারত দিনের শেষে করেছে ১৫১/৫। রাহানে উইকেটে রয়েছেন ২৯ রানে। সঙ্গী কে এস ভরত।
অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ ৪৬৯ রানকে চ্যালেঞ্জ জানানোর জন্য বিরাট কোহলির দিকে তাকিয়ে ছিল ভারতীয় দল। কিন্তু কোহলি পারলেন না, তিনি ১৪ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন।
কোহলি নামার আগে সারা মাঠ উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানিয়েছিল। কিন্তু তিনি আউট হলেন ৩১ বলে ১৪ রান করে। মিচেল স্টার্কের বলে স্মিথের হাতে ক্যাচ দেন।
কোহলি মাথা নিচু করে মাঠ ছাড়ার ছবি সোশ্যাল সাইটে মুহূর্তে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ব্যাঙ্গাত্মক মন্তব্যও ছুড়ে দিয়েছেন, যখন আপনার ব্যাট থেকে দল ভাল কিছু প্রত্যাশা করছে, সেইসময় আপনি ব্যর্থ হলেন। গাভাসকারও মুণ্ডপাত করেছেন কোহলির ব্যর্থতা নিয়ে।
ভারতীয় দলের প্রারম্ভিক ব্যাটারদের ব্যর্থতা খানিক বিস্ময়ের। আইপিএলে খেলে সব এনার্জি শেষ করে দিয়েছেন তাঁরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এসে সব উদ্যম শেষ হয়ে গিয়েছে, ব্যাটিং দেখেই বোঝা গিয়েছে।
দলনেতা রোহিত শর্মা (১৫) ও শুভমান গিল (১৩) রান পাননি। গিল আইপিএলে রাজা ছিলেন, কিন্তু আসল মঞ্চে এসে তিনি হতাশ করলেন। আইপিএল খেলেননি, অথচ কাউন্টিতে ভাল খেলা চেতেশ্বর পূজারাও তিনে নেমে করলেন ২৫ বলে ১৪ রান।
ওভালের সবুজ পিচে বিধ্বংসী হয়ে উঠেছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্করা।
কোহলিও ফিরলেন গতিতে পরাস্ত হয়ে, ওভালে ক্রমে ভয়ঙ্কর হচ্ছেন কামিন্সরা