বাংলাদেশের বিরুদ্ধে গর্জে উঠল ভারত! ৫৯ রানে বড় জয় পেলেন মান্ধানারা

শুক্রবার এশিয়া কাপে (Asia Cup 2022) পাকিস্তানের বিরুদ্ধে হেরে যাওয়ার পরের দিনই ঘুরে দাঁড়াল ভারতীয় ক্রিকেটের মহিলা ব্রিগেড। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে বিরাট জয় পেলেন স্মৃতি মান্ধনারা। ৫৯ রানে জয় ছিনিয়ে নিল ব্লু ব্রিগেড (India Womens vs Bangladesh Womens)।
টস জিতে এদিন প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক স্মৃতি। শেফালি ভার্মার দুর্দান্ত অর্ধশতরান ভারতকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৫৫ রান। অন্যদিকে আর এক ওপেনার তথা অধিনায়ক স্মৃতির ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৪৭ রান।
এই সুবাদে প্রথম উইকেটে দুই ওপেনারের সৌজন্যে ভারত তোলে ৯৬ রান। জেমাইমা রডরিগেজ ২৪ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। তবে বাকিরা আর তেমন রান পাননি। ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ভারত তোলে ১৫৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলিং ব্রিগেডের সামনে তেমন রান পায়নি বাংলাদেশ। যদিও শুরুটা ভাল করলেও শেষ পর্যন্ত স্লো ব্যাটিংয়ের কারণে লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি বাংলাদেশ।
এদিন ম্যাচে বল হাতেও ভেলকি দেখালেন শেফালি। মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। দীপ্তি শর্মা ১৩ রানে ২ উইকেট পান। একটি করে উইকেট নিয়েছেন রেনুকা সিংহ এবং স্নেহ রাণা।