শেরওয়ানি আর লেহঙ্গায় ভারতীয় সাজ, এবার কিলি পল অনুকরণ করলেন সলমনকে!

নয়াদিল্লি: এবার এক্কেবারে অচেনা অবতারে সোশ্যাল মিডিয়া সেনসেশন কিলি পল (Kili Paul) ও তাঁর বোন নিমা পল (Neema Paul)। এবার আর মজাদার নাচ নয়, তাঁরা পারফর্ম করলেন সলমন খানের (Salman Khan)-এর পুরনো ছবি 'লভ' (Love)-এর গানে।
১৯৯১ সালে মুক্তি পেয়েছিল সলমন খান ও রেভতী অভিনীত ছবি 'লভ' (Love)।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কিলি পল ট্যাগ করেছেন সলমন খানকে। এবং লিখেছেন, পুরানো জিনিসই সুন্দর। সলমন কি সূদূর তানজানিয়া থেকে আসা ভালবাসার এই বার্তা দেখতে পাবেন? উত্তর দেবে সময়।