বিশ্বভারতী কান্ডে পদ্মশ্রী সুশোভন ব্যার্নাজীর মূর্তিতে কালি

বিশ্বভারতী কান্ডে পদ্মশ্রী সুশোভন ব্যার্নাজীর মূর্তিতে কালি

নিজস্ব সংবাদদাতা, বোলপুর# বিলেত ফেরত এক টাকার ডাক্তার পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সুশোভন বন্ধোপাধ্যায়ের  আবক্ষ মূর্তিকে কালিমালিপ্ত করা হলো। মঙ্গলবার রাতে কেউ বা কারা পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিলেত ফেরত এক টাকার ডাক্তার, বোলপুর শহরের স্হায়ী বাসিন্দার এই আবক্ষমূর্তিতে কালি ছিটিয়ে দেয়। বুধবার সকালে যা পথ চলতি মানুষের নজরে আসতেই শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতী তিনি দেশের পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। তারপরই তার বোলপুরের বাড়ী হরগৌরীতলায়, বাড়ী থেকে পঞ্চাশ ফুট দূরে নির্মান করা হয় এক টাকার ডাক্তার সুশোভন বাবুর আবক্ষমূর্তি। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর এই মূর্তি প্রতিষ্ঠা করা হয়।

যার  উদ্বোধন করেছিলেন বীরভূমের তৃনমূলের জেলা সভাপতি অনুব্র‍ত মন্ডল। কে বা কারা এই সম্মানীয় ব্যাক্তি তথা "গরিবের ভগবান  ডাক্তার বাবুর" মূর্তিতে কালি লাগালো তার তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ। ঘটনাটি বোলপুর পৌরসভা ও থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটেছে। প্রসঙ্গক্রমে সুশোভন বাবুর বলেন, বিশ্বভারতীর প্রাচীর তোলার ঘটনার স্বপক্ষে তিনি তাঁর মতামত ব্যাক্ত করেন তার জন্যই এমন ঘটনা ঘটেছে।

সুশোভন বাবুর মূর্তিতে কালি লাগানোর ঘটনায় বোলপুর বাসীও ক্ষুব্ধ। কারন, প্রায় ৬০ বছর ধরে বিলেত থেকে পাশ করে বীরভূমের বোলপুরে ফিরে আসা সুশোভন বাবু বড় পদের সরকারী চাকরী ছেড়ে দিয়ে মাত্র ১ টাকার বিনিময়ে রোগী দেখেন। সারা বীরভূম জেলা ছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড,  এমনি কি কলকাতা থেকেও প্রচুর রোগী চিকিৎসা করাতে তার কাছে আসেন। জীবনে ৬০ লক্ষেরও বেশী  রোগীর চিকিৎসা করার জন্য তার নাম ওর্য়াল্ড গিনিস বুকেও উঠেছে। এরকম এক স্বনামধন্য গরিবের ভগবান বলে পরিচিত চিকিৎসকের মূর্তিতে কালি লাগানের ঘটনায় ক্ষুব্দ বোলপুরবাসী।