হিজাব বিরোধী প্রতিবাদ দমনে ইরানে স্তব্ধ ইন্টারনেট এগিয়ে এলেন এলন মাস্ক

হিজাব বিরোধী প্রতিবাদ দমনে ইরানে স্তব্ধ ইন্টারনেট এগিয়ে এলেন এলন মাস্ক

হিজাব বিরোধী প্রতিবাদে জ্বলছে ইরান।

সরকার যত শক্ত হাতে দমন করার চেষ্টা করছে প্রতিবাদের তীব্রতা বাড়ছে ততটাই। বাধ্য হয়ে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ইরানের সরকার। সাধারণ মানুষের দুর্ভোগে এগিয়ে এলেন টেসলা স্নগস্থার মালিক এলন মাস্ক।

তাঁর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা 'স্টারলিঙ্ক' চালু করতে চলেছেন ইরানে। একথা জানা গেছে আমেরিকার সরকারি সূত্রে।
গত বুধবার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছিল ইরান সরকার। সোশ্যাল মিডিয়া হিসেবে দেশের মানুষের সম্বল ছিল ওই দুটোই। ২২ বছর বয়সি মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদ করতেই এই ব্যবস্থা।
পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছিল আমিনির। পুলিশের দাবি মৃত্যু হৃদরোগে হয়েছে, কিন্তু প্রত্যক্ষদর্শীদের কথায়, পুলিশের মারেই মৃত্যু। হিজাব না পরায় আমিনি সহ আরও বেশ কিছু ইরানীয় তরুণীকে গ্রেপ্তার করেছিল নীতি পুলিশ। যার ফলে বিক্ষোভের পারদ সপ্তমে।
বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছে, মেয়েরা রাস্তায় নেমে নীতি পুলিশির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। হিজাব খুলে এবং পুড়িয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ প্রকাশ্যে তাঁদের চুল কেটে ফেলছেন।