'জগদ্ধাত্রী'র বাজিমাত খরা কাটছে না মোদক পরিবারে কে হল বাংলা সেরা TRP-তে চমক

'জগদ্ধাত্রী'র বাজিমাত খরা কাটছে না মোদক পরিবারে কে হল বাংলা সেরা TRP-তে চমক

এক মাসও হয়নি। তারই মধ্যে বাজিমাত করল 'জগদ্ধাত্রী'। এই ধারাবাহিক নিয়ে দর্শকমহলে নানা ধরনের সমালোচনা চলছে শুরু থেকেই। তখন থেকেই স্পষ্ট, নেতিবাচক হোক বা ইতিবাচক, দর্শকের নজর কেড়েছে জি বাংলার নতুন এই মেগা। আর তাই গত সপ্তাহের থেকে নম্বর না বাড়লেও সেরা দশের তালিকার বেশ উপরের দিকেই জায়গা করে নিয়েছে স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার নায়িকার গল্প।

ওদিকে আবার ধীরে ধীরে তালিকার নীচের দিকে নেমে যাচ্ছে এক টানা বাংলা সেরা হয়ে আসা 'মিঠাই'। একেবারে পঞ্চম স্থানে জায়গা পেয়েছে এই সপ্তাহের তালিকায়। নম্বর, ৬.৬। ধারাবাহিকে দেখা যাচ্ছে, প্রমিলা আর আদিত্যর কারসাজির মাঝেই 'মনোহরা' ফিরে পেল মোদক পরিবার। বাড়ি ফিরে পেয়ে আপাতত খুশির হাওয়া। কিন্তু টিআরপি তালিকায় সেই আনন্দের প্রতিফলন নেই। নম্বর কমে চলেছে ক্রমাগত।

'আলতা ফড়িং'-এ পালি ম্যাডামের রহস্যের কথা সর্বসমক্ষে এনে নিডের স্বামী ব্যাঙ্কবাবুকে জেল থেকে মুক্তি দিতে বদ্ধপরিকর ফড়িং। আর সেই টানটান রোমাঞ্চে মন বসেছে দর্শকের। তার প্রমাণ টিআরপি তালিকা। ৭.৮ নম্বর নিয়ে দ্বিতীয় স্থান দখল করে বসেছে।

কয়েক সপ্তাহ আগে পরপর তিন বার বাংলা সেরা হওয়ার পরেও টিআরপি তলানিতে গিয়ে ঠেকেছিল। কিন্তু ফের পুরনো জায়গা ফিরে পেতে উদ্যত হয়েছে লালন-ফুলঝুরি। গত সপ্তাহে ৭.১ পেয়েছিল 'ধুলোকণা', এই সপ্তাহে সেই নম্বর বেড়ে হয়েছে ৭.৬। তৃতীয় স্থানে জ্বলজ্বল করছে এই মেগা।

তবে পর পর দুই সপ্তাহে সেরার জায়গা জুড়ে বসে রয়েছে 'গাঁটছড়া'। ৮.৪ নম্বর নিয়ে প্রথম হল ঋদ্ধি-খড়ি জুটি। গত সপ্তাহ থেকেও বেড়েছে নম্বর। প্রতিপক্ষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, অদৃশ্য শত্রু 'ডি'-এর রহস্য, টানটান উত্তেজনায় মজে রয়েছে বাংলার দর্শক।

দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা

প্রথম স্থান গাঁটছড়া (৮.৪)
দ্বিতীয় স্থান আলতা ফড়িং (৭.৮)
তৃতীয় স্থান ধুলোকণা (৭.৬)
চতুর্থ স্থান গৌরী এলো (৭.৩)
পঞ্চম স্থান মিঠাই (৬.৬)
ষষ্ঠ স্থান অনুরাগের ছোঁয়া (৬.৪), জগদ্ধাত্রী (৬.৪)
সপ্তম স্থান লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)
অষ্টম স্থান সাহেবের চিঠি (৬.২)
নবম স্থান খেলনা বাড়ি (৫.৯)
দশম স্থান মাধবীলতা (৫.৭)