সকলকে মিথ্যে বলে মা-কে বাড়িতেই সমাধিস্থ করল ছেলে, পুলিশের কাছে বিস্ফোরক দাবি!

সকলকে মিথ্যে বলে মা-কে বাড়িতেই সমাধিস্থ করল ছেলে, পুলিশের কাছে বিস্ফোরক দাবি!

গরতলাঃ মা মারা গেছেন।মায়ের শেষ ইচ্ছে ছিল বাড়িতেই তাঁর সমাধি দেওয়া হবে। আর তাই করল ছেলে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার আগরতলা শহরের এডি নগরে। বুধবার, ত্রিপুরা পুলিশ সেই বাড়ির একটি ঘর থেকে ৯০ বছর বয়সি এক মহিলার দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম সাধনা সরকার। মহিলার মৃতদেহটি তাঁর ছেলে আশিস সরকার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে বাড়িতেই সমাধিস্থ করেছেন বলে অভিযোগ।

দিনভর ওই মহিলা নিখোঁজ হলে প্রতিবেশীরা পুলিশের কাছে গিয়ে সন্দেহ প্রকাশ করেন। এলাকার একজন মহিলা বলেন, 'আমরা আশিসকে জিজ্ঞেস করলে সে বলে তাঁর মা এক আত্মীয়ের বাড়িতে গেছে।' তিনি আরও বলেন, 'কিন্তু আমাদের প্রতিবেশীদের একজন তাঁকে বাড়ির ভিতরে খুঁড়তে দেখে। তা দেখে সন্দেহ হলে সেই ব‍্যক্তি আশিসকে প্রশ্ন করে। আশিস তাঁর কাছে স্বীকার করেছে যে তিনি তাঁর মাকে বাড়ির ভিতরে সমাধিস্থ করেছে কারণ এটিই তাঁর মায়ের শেষ ইচ্ছা ছিল'।

অন‍্য এক প্রতিবেশীর কথায়, 'আশিস মানসিকভাবে অসুস্থ। পুরো পরিবারের মানসিক সমস্যা রয়েছে। আশিসের বড় দুই ভাই মারা গেছে এবং সে তাঁর মায়ের সঙ্গে থাকত। তাঁর মা অনেক রোগে ভুগছিলেন। আমি তাঁদের বাড়িতে কখনও কাউতে আসতে দেখিনি।”

অভিযুক্ত আশিস পুলিশকে বলেছেন, 'সোমবার সন্ধ্যায় আমার মা মারা যান। মৃত্যুর আগে সে আমাকে তার দেহ এই বাড়িতে রাখতে বলেছিল। তাই তাঁর মৃতদেহ বাড়িতেই সমাধি করেছি। মায়ের ডায়াবেটিস ছিল কিন্তু প্রেসার ওষুধ ছাড়া কোনও ওষুধ খেত না।” মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমতলি মহকুমা পুলিশ অফিসার আশিস দাশগুপ্ত জানান, 'ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই আমরা সাধনা সরকারের মৃত্যুর সময় ও কারণ জানতে পারব। আমরা তাঁর ছেলে আশিসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি'।