সামনেই কালী পুজো! কতক্ষণ থাকবে অমাবস্যা? জানুন শুভ অশুভ সময়

সামনেই কালী পুজো! কতক্ষণ থাকবে অমাবস্যা? জানুন শুভ অশুভ সময়

মা কৈলাসে ফিরলেও বাংলায় এখন পুরোদমে উত্‍সবের রেশ। ইতিমধ্যেই ঘরে ঘরে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে। দেবী লক্ষ্মীর আরাধনা শেষে নতুন করে কাউন্ট ডাউন শুরু হবে। তার কয়েকটা দিন পর আলোকসজ্জায় সেজে উঠবে সারা ভারতবর্ষ। কোথাও ধুমধাম করে পালন করা হবে কালী পুজো, আবার কোথাও বা দীপাবলি।

গৃহস্থের বাড়িতে মা কালীর নিত্য পুজো হলেও কার্তিক মাসের অমাবস্যা তিথিতে বিশেষভাবে তাঁকে পুজো করা হয়। এর পিছনে রয়েছে পৌরাণিক কাহিনী। এই দিন বাঙালি দেবীকে শাক্ত মতে আরাধনা করে। মনে করা হয়, শক্তির সাধনাতেই মোক্ষ এবং মুক্তি লাভ সম্ভব। অনেকে আবার দীপাবলিকে কেন্দ্র করে লক্ষ্মী-গণেশের আরাধনা করেন। ২০২২ সালে কালী পুজো কবে পড়েছে? কতক্ষণই বা থাকবে অমাবস্যা তিথি? দেখে নিন এক নজরে।

কালী পুজোর নির্ঘণ্ট

পুজোর দিন- ২৪শে অক্টোবর, সোমবার
অমাবস্যা তিথি শুরু- ২৪শে অক্টোবর, সন্ধ্যে ৪টে ৫৭মিনিট ৬সেকেন্ডে
অমাবস্যা তিথির সমাপ্তি - ২৫শে অক্টোবর, বিকাল ৪টে ২৬মিনিট ২৬সেকেন্ডে
অমৃত যোগ - সকাল ৭টা ২০মিনিট থেকে রাত ৩টে ১৬মিনিট পর্যন্ত

ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কালী পুজোর মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। মূলত দুর্গা পুজোর পরের দিন থেকেই কালীপুজোর তোড়জোড় শুরু হয়ে যায়। শ্যামা মায়ের আরাধনায় যাতে কোন ত্রুটি না থাকে সেদিকে বিশেষভাবে নজর দেন পুজো কর্তৃপক্ষ। শুধুমাত্র কোন ক্লাব বা সংস্থা নয়, বহু বাড়িতে ধুমধাম করে শ্যামা পুজোর আয়োজন করা হয়। কালী পুজোর দিন দেবী বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে পূজিতা হয়ে থাকেন। কোথাও দেবীর পঞ্চম রূপের আরাধনা করা হয় , আবার কোথাও নবম রূপের। গভীর রাত্রে নিকষ কালো অন্ধকারের মধ্যে আলোকসজ্জা আর আতশবাজির রোশনাইয়ে সেজে ওঠে সারা বাংলা। কার্তিক মাস ছাড়াও মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী এবং জৈষ্ঠ্য মাসের কৃষ্ণা চতুর্দশীতে ফলহারিনী কালী পুজো করা হয়।