'আপনার নীরবতার বিচার করবে ইতিহাস', সোনিয়াকে টেনে কটাক্ষ কঙ্গনার

'আপনার নীরবতার বিচার করবে ইতিহাস', সোনিয়াকে টেনে কটাক্ষ কঙ্গনার

সময় বাংলা# কয়েকদিন ধরে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ঘিরে রাজনীতি তপ্ত অবস্থায় রয়েছে। গত শুক্রবার সেই আগুনে নিজে ঘি ঢাললেন বলিউডের কুইন। মহারাষ্ট্র সরকারের সঙ্গে তাঁর বিবাদ সকলেরই জানা। এবার সেই বিবাদে টেনে আনলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে! রীতিমতো খোঁচা দিয়ে বলেন, 'আপনার নিরবতার বিচার ইতিহাস করবে।' এদিন ট্যুইটে পরোক্ষে সোনিয়া গান্ধীর বিদেশে জন্মের প্রসঙ্গও তোলেন কঙ্গনা। দিনভর আলোচনার কেন্দ্রে ছিল কঙ্গনার ট্যুইট জোড়াই।

এদিন সকালে পরপর দুটি ট্যুইটে অভিনেত্রী লেখেন, 'মহারাষ্ট্রে আপনার সরকার আমার প্রতি যে আচরণ করছে তা দেখে আপনার খারাপ লাগছে না? আম্বেদকরের লেখা সংবিধান যে আদর্শের কথা বলে, সেগুলো মেনে চলার নির্দেশ কি আপনি দিতে পারছেন না?' অভিনেত্রীর আক্রমণের প্রকৃত ধার অবশ্য তার দ্বিতীয় ট্যুইটে ছিল, যাতে তিনি লিখেছেন, 'আপনি পশ্চিমে বড় হয়েছেন। ভারতে থেকেছেন। মহিলাদের লড়াই সম্পর্কে নিশ্চিত ভাবেই আপনার ধারণা আছে। আপনার সরকার যখন একটি মহিলাকে হেনস্থা করে চলেছে এবং আইন নিয়ে ছেলেখেলা করছে, তখন আপনি নীরব। আপনার নিরবতার ফিচার ইতিহাস করবে।' ঘটনাটি হল অভিনেত্রীর বাড়ি এবং দপ্তর দু'টিতেই বেআইনি নির্মাণ আছে বলে শিবসেনার হাতে থাকা পুরসভা তা ভাঙতে উঠে-পড়ে লেগেছে। যদিও আদালতের নির্দেশে তা আপাতত বন্ধ আছে‌। এই বিষয়ে সোনিয়ার হস্তক্ষেপ দাবি করেছেন অভিনেত্রী।

যদিও কঙ্গনা শুরু থেকেই তার লড়াইকে অরাজনৈতিক বলে দাবি করেছেন। কিন্তু তার ট্যুইটের পর পদ্মশিবিরের একাধিক নেতা তার হয়ে বিচার চেয়ে মুখ খুলেছেন।

এ বিষয়ে কংগ্রেসের অভিযোগ, 'বিজেপির সাজিয়ে দেওয়া ছকে খেলছেন অভিনেত্রী। না হলে কেন সোনিয়া গান্ধীকে খোঁচা দিয়ে ট্যুইট করবেন তিনি।' পাল্টা পদ্ম শিবিরের বক্তব্য, বলিউডি মাফিয়াদের বিরুদ্ধে মুখ খুললেন বলেই নিশানা করা হচ্ছে কঙ্গনাকে।'