রং চং-এ ঘুড়ি রঙিন পোশাকের সঙ্গে আরও রঙিন মদন বিশ্বকর্মা পুজোয় নয়া অবতারে কামারহাটির বিধায়ক

রং চং-এ ঘুড়ি  রঙিন পোশাকের সঙ্গে আরও রঙিন মদন বিশ্বকর্মা পুজোয় নয়া অবতারে কামারহাটির বিধায়ক
সদা রঙিন বিধায়ক তথা প্রবীণ বঙ্গ রাজনীতিক মদন মিত্র।
দু-দিন আগেই বিধানসভার অলিন্দে তাঁকে দেখা গিয়েছিল রঙিন ধুতি ও পাঞ্জাবিতে। এবার বিশ্বকর্মা পুজোর দিন তাঁকে দেখা গেল বিশাল ছাদে নাতির সঙ্গে ঘুড়ি ওড়াতে।হাতে লাটাই। আর আকাশে ঘুড়ি।

বৃষ্টি উপেক্ষা করে সেই ঘুড়ি ওড়ালেন কালারফুল মদন মিত্র। সঙ্গে দিল গোটা পরিবার ও অনুরাগীরা। আর সবচেয়ে বেশি ছিল যার উত্‍সাহ সে আর কেউ নয় মদন মিত্রের আদরের নাতিটি। যার আবদার রাখতে কোনও কসুরই করেন না বিধায়ক দাদু।

 বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ির লড়াই। এদিকে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। তবে এবছর বৃষ্টির জেরে প্রথমে সেভাবে ঘুড়ি না দেখা গেলেও বেলা গড়াতেই ফের চেনা ছবি ধরা পড়ল শরতের আকাশে।

যে কোনও উত্‍সবেই বয়সকে তুড়ি মেরে রঙিন মেজাজে সবার নজর টেনে নেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । বিশ্বকর্মা পুজোতেও এর অন্যথা হল না।  বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়াবেন না চিররঙিন নেতা, তা কখনও হয়?

তাই নিজের বাড়িতেই পরিবারের লোকেদের সঙ্গেই আনন্দ উত্‍সবে মজলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
 বৃষ্টিকে উপেক্ষা করেই বাড়ির লোকেদের সঙ্গে লাটাই হাতে ঘুড়ির সুতোয় টান দিলেন মদন মিত্র। তাঁর কামারহাটির বাড়ির ছাদ থেকে বেশ কিছুক্ষণ ঘুড়ি ওড়ালেন তৃণমূলের এভারগ্রিন নেতা। ধুতি-পাঞ্জাবি পড়ে লাটাই হাতে দেখা গেল তাঁকে।

 এদিন ঘুড়ি ওড়াতে ওড়াতেই মদন মিত্রের দাবি, আকাশে কোনও বিজেপির ঘুড়ি নেই। সবই নাকি তৃণমূলের। তাঁর কথায়, "বিজেপি দুর্গা পুজো, কালী পুজোও করে না, ঘুড়িও ওড়ায় না। আসলে বিজেপি একটি ভোকাট্টা দল। কটকটে কমলা রঙের সুতো কখনও টান দিয়ে কখনও ছেড়ে, আঙুলের কারিগরিতে ঘুড়ি ওড়াতে ওড়াতেই আকাশের দিকে চোখ রেখেই অস্ফুটে বিধায়কের মুখে বেরিয়ে এল তাঁর বিখ্যাত শব্দবন্ধনী, 'ওহ, লাভলি'।