করোনা রোগীর মৃত্যুর হারে রাজ্যে শীর্ষে কলকাতা

করোনা রোগীর মৃত্যুর হারে রাজ্যে শীর্ষে কলকাতা

সময় বাংলা# আবারও বাংলার মধ্যে শীর্ষে কলকাতা। তবে এবার করোনা রোগীর মৃত্যুর কারণে। কলকাতায় করোনা সংক্রমনের হার বেশি তো ছিলই তারই সাথে সাথে মৃত্যুতেও কলকাতা এক নম্বরে পৌঁছেছে। বাংলায় মোট মৃতের সংখ্যা ৪,০৬২ জন৷ এর মধ্যে শুধু কলকাতারই ১,৫০০ জন বাসিন্দা৷ রাজ্যের মত কলকাতাতেও নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলকভাবে কম মানুষ সুস্থ হয়ে উঠেছেন। শুধু কলকাতাতেই এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৬২৮ জন৷ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৮৭ জন৷ সোমবার এই সংখ্যাটা ছিল ৫৫৩ জন৷ 

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১ জনের৷ সোমবার ছিল ১৬ জন৷ একদিনের হিসাবে শহরে মৃতের সংখ্যা কমেছে৷ রাজ্যের মৃতের তালিকার শীর্ষে রয়েছে কলকাতা কারণ শুধু কলকাতায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দেড় হাজারে।মঙ্গলবার শহরে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৮৩ জন৷ সোমবার যা ছিল ৫২০ জনে৷ সব মিলিয়ে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৮১৯ জন৷ এই মূহুর্তে শুধু কলকাতায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ৪ হাজার ৩০৯ জন৷ সোমবারের তুলনায় মাত্র ৯৩ জন বেশি৷

অন্যদিকে, এদিনে রাজ্য স্বাস্থ্যভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় একদিনে ৫৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার যা ছিল ৫৮ জন। সব মিলিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৬২জন। যে ৫৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১১ জন,উত্তর ২৪ পরগনার ১৫ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৩ জন, হাওড়ার ৬ জন, হুগলির ১ জন, পূর্ব বর্ধমানের ৩ জন,পূর্ব মেদিনীপুরের ৩ জন,পশ্চিম মেদিনীপুর থেকে ২ জন, বাঁকুড়া থেকে ২ জন, পুরুলিয়ার ২ জন, মুর্শিদাবাদের ১ জন, মালদা থেকে ১ জন, ২ জনজলপাইগুড়ি থেকে, দার্জিলিং থেকে ১ জন, ২ জন কোচবিহার থেকে এবং সর্বশেষ আলিপুরদুয়ার থেকে ৪ জন৷

এদিনও নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলক ভাবে কম মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷ এরইমধ্যে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,২২৭ জন৷ সোমবার যা ছিল ৩,২১১ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ৯ হাজার ১৪৬ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,৯১৯ জন৷ সোমবার ছিল ৩,০৮৪ জন৷ এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১ লক্ষ ৮১ হাজার ১৪২ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৬১ শতাংশ৷ সোমবার ছিল ৮৬.৫৫ শতাংশ৷

রাজ্যে ফের বাড়ল অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ২৩ হাজার ৯৪২ জন৷ সোমবারের তুলনায় ২৪৯ জন বেশি৷ ফলে কিছুটা অস্বস্তিতে রয়েছে রাজ্য স্বাস্থ্য ভবন। কেন করো না আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে কপালে। সকল মানুষকে শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে।