হ্যাকারদের হাত থেকে বাঁচতে জেনে নিন শক্ত পাসওয়ার্ড তৈরির খুঁটিনাটি

হ্যাকারদের হাত থেকে বাঁচতে জেনে নিন শক্ত পাসওয়ার্ড তৈরির খুঁটিনাটি

সময় বাংলা ডেস্ক# বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ হয়ে উঠছে সোশ্যাল এবং পরিচিত হয়ে উঠছে অচেনাদের সামনেও। কিন্তু প্রত্যেক মানুষেরই উচিত কিছু জিনিস ব্যক্তিগত রাখা। সেরকমই একটি সম্পূর্ণ ব্যক্তিগত জিনিস হল পাসওয়ার্ড। আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি ব্যক্তির নিজেদের তথ্য সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড জরুরি। কিন্তু পাসওয়ার্ড রাখার পরেও অনেক সময় এমন হয়ে হয়ে থাকে যে ইউজারের মোবাইল, বিভিন্ন অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাক হয়ে যায়। যার জন্য ব্যবহারকারীদের লোকসান হয়।

আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেটি নিরাপদে থাকছে তো? হ্যাক হয়ে যাবে না তো পাসওয়ার্ড? জেনে নিন পাসওয়ার্ড শক্ত করার চাবিকাঠি।

• সব প্লাটফর্ম সুরক্ষিত রাখার জন্য সব সময় আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা দরকার। অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাবার ভয়ে ইউজার একই পাসওয়ার্ড সব জায়গাতে ব্যবহার করে, আর এর সুবিধা নেয় হ্যাকাররা।

• নতুন অ্যাকাউন্ট তৈরি করার সময় নতুন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, পুরনো পাসওয়ার্ড ব্যবহার করা উচিত নয়। কারণ হ্যাকাররা ডার্ক নেটের মাধ্যমে পুরনো পাসওয়ার্ড সহজেই খুঁজে বার করে নিতে পারে।

• নতুন পাসওয়ার্ড সেট করার পর, সেটিকে মেইলে, টেক্সট ডকুমেন্টে, বা অন্য কোনও অনলাইন প্লাটফর্মে ড্রাফ্‌ট হিসেবে সেভ করলে হবে না। কারণ সেখান থেকেও হতে পারে বিপদ। মাঝে মধ্যেই পাসওয়ার্ড বদল করতে হয়।

•Two-factor authentication ব্যবহার করা ভালো। এর ফলে হ্যাকাররা আপনার ফোন বা অন্য কোনও প্লাটফর্ম হ্যাক করত পারবেন না।

• নিজের পাসওয়ার্ড মনে রাখার জন্য Chrome বা অন্য কোনও ব্রাউজারকে অনুমতি দেওয়া অত্যন্ত ভুল। যদি ভুল বসত কোনও আপনি এমন কোনও ওয়েবসাইটে গেলেন যাতে ম্যালওয়ার রয়েছে, তাহলে আপনার ব্রাউজারের সমস্ত সেভ পাসওয়ার্ড অসুরক্ষিত হয়ে যাবে।

• এছাড়াও নিজের ফোন নম্বরকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা খুব সাধারণ ভুল যা বেশির ভাগ জন করে থাকেন। পাসওয়ার্ড বা পিন হিসেবে কখনও কোনও গুরুত্বপূর্ণ ডেটা ব্যবহার করবেন না, কারণ এগুলি খুব সহজেই অনুমান করে নেওয়া যায়। আপনার নাম, ডাকনাম, জন্ম তারিখ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না।

উক্ত ব্যবস্থা গুলি যথাযথ পালন করলে আপনার পাসওয়ার্ড থাকবে সুরক্ষিত। আপনি নেট সার্ফিং করতে পারবেন কোনোরকম বাধা ছাড়াই। অনলাইন ব্যবস্থাপনায় নিজেকে সুরক্ষিত রাখুন এবং অন্যকে সুরক্ষিত হতে সাহায্য করুন।