কংগ্রেস কর্মীকে গুলি চালানোয় অভিযুক্ত খোদ বিধায়ক! পঞ্চায়েতের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ

কংগ্রেস কর্মীকে গুলি চালানোয় অভিযুক্ত খোদ বিধায়ক! পঞ্চায়েতের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ

 পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। এবার এক কংগ্রেস কর্মীকে গুলি চালানোর অভিযোগ উঠল খোদ বিধায়কের বিরুদ্ধে! ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তিনপাকুড়িয়া এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। 

জখম কংগ্রেস কর্মীকে ইতিমধ্যেই বহরমপুরে রেফার করা হয়েছে বলে জানা গেছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে এখনও।

জানা গেছে, রবিবার রাতে অন্যদিনের মতোই নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিলেন মুর্শিদাবাদের ৪ নম্বর জেলা পরিষদের আসনের কংগ্রেস প্রার্থী আনারুল হক। সেই সময়েই এলাকায় ঢোকেন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। অভিযোগ, তিনিই কংগ্রেস প্রার্থী আনারুলকে গুলি করেন কোনও কারণ ছাড়া! তবে লক্ষ্যভ্রষ্ট হয় গুলি, সে গুলি গিয়ে লাগে তাঁর সঙ্গে থাকা আর এক কংগ্রেস কর্মীর গায়ে।

ওই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বিধায়ককে গ্রেফতারের দাবিতে ইতিমধ্যে সামশেরগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।

সরাসরি তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে কংগ্রেস অভিযোগ করলেও, পাল্টা কংগ্রেসের দিকেই আঙুল তুলেছে তৃণমূল নেতৃত্ব। ঘটনার প্রতিবাদে এবং বিধায়ককে গ্রেফতারের দাবিতে সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মী সমর্থকরা।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে মনোনয়ন ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তপাত, সংঘর্ষ, বোমাবাজির ঘটনা ঘটেছে বারবার। উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদও। মনোনয়ন-পর্বের প্রথম দিনই মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল। এবার ফের চলল গুলি।