২৮টি জনপ্রিয় গেমে ম্যালওয়ারের হদিশ কোন কোন গেম শিকার হয়েছে? রইল তালিকা

২৮টি জনপ্রিয় গেমে ম্যালওয়ারের হদিশ কোন কোন গেম শিকার হয়েছে? রইল তালিকা

জনপ্রিয় ভিডিও গেমে (Video Games) ম্যালওয়্যার (Malware) হানা! তালিকায় রয়েছে ২৮টি গেমের নাম। এর মধ্যে রয়েছে Roblox, FIFA, PUBG ebong Minecraft- এর মতো বিখ্যাত গেম। ২০২১ সাল অর্থাত্‍ গতবছর জুলাই মাস থেকে চলতি বছর জুন মাসের মধ্যে এই ২৮টি গেমে ম্যালওয়ারের প্রভাব পড়েছে।

পরিসংখ্যান অনুসারে ৩,৮৪,০০০ গেমার বা ইউজার এর ফলে প্রভাবিত হয়েছেন। প্রায় ৯২ হাজার Malicious Files- এর মাধ্যমে ইউজারদের উপর প্রভাব ফেলা হয়েছে। এই ধরনের ফাইল হল আসলে ক্ষতিকর সফটওয়্যার।

গত বছর বেশ কিছু গেমের সিরিজ লঞ্চ হয়েছিল যা বেশ জনপ্রিয়। এই তালিকায় রয়েছে Elden Ring, Halo এবং Resident Evil। এই গেমের সিরিজের ক্ষেত্রেও ম্যালওয়্যার হানা দেখা গিয়েছে। ছদ্মবেশে Red Line ম্যালওয়্যার ছড়িয়ে দিয়ে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে Kaspersky- এর গবেষণা। Red Line ম্যালওয়ার আসলে একটি পাসওয়ার্ড চুরি করার সফটওয়্যার। ইউজারদের সেনসিটিভ ডেটা অনায়াসে হাতিয়ে নিতে পারে এই ম্যালওয়্যার। মূলত পাসওয়ার্ড, সেভ থাকা ব্যাঙ্ক ডিটেলস, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং VPN সার্ভিসের ক্রেডেনসিয়াল চুরি করতে পারে এই এই ম্যালওয়্যার।

Kaspersky- এর সিনিয়র সিকিউরিটি রিসার্চার Anton V Ivanov জানিয়েছেন, সাইবারক্রিমিনালরা প্রতিদিন নিত্যনতুন উপায় বের করছে গেমারদের প্রতারণা করার। তাঁদের ক্রেডিট কার্ড ডেটা এবং গেম অ্যাকাউন্ট হাতিয়ে সেগুলো পরবর্তীকালে চড়া দামে বিক্রি করাও হয়ে থাকে। ইউজারদের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার পর এইসব অ্যাটাকাররা হানা দেয় বিভিন্ন ব্যক্তিগত তথ্যের উপর। সেখানে ইউজারদের ব্যাঙ্কের কার্ডের খুঁটিনাটি ডিটেলসের পাশাপাশি ইউজারের বন্ধুবান্ধদের কাছেও টাকা চাওয়া হয়ে থাকতে পারে। বিভিন্ন ভাবে প্রতারণার ফাঁদ পাতা হয় বলে দাবি করেছেন সাইবার ক্রাইম গবেষকরা। গেমের মধ্যে অনেকসময় গেমাররা বিভিন্ন উপহার পেয়ে থাকেন। এইসব গিফট পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম যেমন- ফেসবুক, ট্যুইটার এইসব মাধ্যমে ইউজারদের নিজেদের লগ-ইন আইডি দিতে হয়। এইসব লগ-ইন ডেটার মাধ্যমেও সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে ইউজার অর্থাত্‍ গেমারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে তার দ্বারা নির্দিষ্ট ইউজারকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে হ্যাকার বা অ্যাটাকাররা।

গবেষণা অনুসারে, ২০২১ সালের প্রথম ভাগের তুলনায় গেমের মাধ্যমে প্রতারিত হওয়া গেমারের পরিমাণ ১৩ শতাংশ বেড়েছে। বিভিন্ন জনপ্রিয় গেমের মাধ্যমে ছদ্মবেশে গেমের ভিতর সূক্ষ্ম পদ্ধতিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে ম্যালওয়্যার বা ম্যালসিয়াস সফটওয়্যার। আর তার মাধ্যমে নিজের অজান্তেই প্রতারণার শিকার হচ্ছেন ইউজাররা। ফাঁস হয়ে যাচ্ছে তাঁদের ব্যক্তিগত তথ্য। আর্থিক প্রতারণাও হচ্ছে অনেকের সঙ্গেই।