চুক্তির মেয়াদ থাকলেও বিশ্বকাপের পরই দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে ইস্তফা দেবেন মার্ক বাউচার নেপথ্যে কি আইপিএল

চুক্তির মেয়াদ থাকলেও বিশ্বকাপের পরই দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে ইস্তফা দেবেন মার্ক বাউচার নেপথ্যে কি আইপিএল

স্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলা আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর পরই দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়াতে চলেছে মার্ক বাউচার। ১২ সেপ্টেম্বর (সোমবার) একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়ে দেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে ১-২ ব্যবধানে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ হারের পরই এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ওই রিলিজ অনুযায়ী কেরিয়ারে অন্যান্য ভূমিকা পালন করার সুযোগ পেলে তাতে কাজ করার জন্য এবং ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত মার্কের। বিভিন্ন মিডিয়া রিপোর্টস অনুযায়ী দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটরক্ষককে আইপিএল-এর কোনও দলের প্রধান প্রশিক্ষক হিসেবে দেখা যেতে পারে। আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা চলছে তাঁর।

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব গ্রহণ করেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার। ২০১৯ সালের ডিসেম্বর মাসে চার বছরের চুক্তিতে ওটিস গিবসনের থেকে ডিন এলগার-কাগিসো রাবাডাদের দায়িত্ব নিজের হাতে নেন মার্ক। ২০২৩ সালে ভারতে হতে চলা বিশ্বকাপ পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার কোচের পদে থাকবেন এমনটাই প্রত্যাশিত ছিল।

বাউচারের প্রশিক্ষণে ১১টি টেস্ট, ১২টি ওডিআই-তে এবং ২৩টি টি-২০ ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০১৯-২১ সাইকেলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হতাশাজনক পারফরম্যান্স হলেও বর্তমান সাইকেলে দ্বিতীয় স্থানে রয়েছে প্রোটিয়া বাহিনী। এই বছরের শুরুর দিকে নিজেদের ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ে দুর্দান্ত ভাবে ফিরে এসে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে হারের পরই ভারতীয় দলের টেস্ট অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। বর্তমানে দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে মার্ক বাইচারের শেষ দ্বি-পাক্ষিক সিরিজটি খেলতে চলেছেন ভারতের বিরুদ্ধে। সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ এবং ওডিআই সিরিজ খেলতে ভারত সফরে আসবে তাঁর প্রশিক্ষণাধীন দক্ষিণ আফ্রিকা দল।