দামি ফুটবলারের তালিকায় মেসি টপকে গেলেন রোনাল্ডোকে

দামি ফুটবলারের তালিকায় মেসি টপকে গেলেন রোনাল্ডোকে

সময় বাংলাঃ বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। সাম্প্রতিককালে তাঁর ক্লাব বার্সেলোনার সাথে মনোমালিন্য হওয়ায় তা ছাড়া সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু অনেক টালবাহানার পর আরো এক বছর সেখানেই থাকার সিদ্ধান্ত নেন মেসি। আর এই সিদ্ধান্তে তিনি লাভবানই হলেন।

ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে মেসিই এখন বিশ্বের সবথেকে বেশি উপার্জন করা ফুটবলার। ফোর্বসের সাম্প্রতিক তালিকায় ফুটবলারদের মধ্যে এবছর এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রোজগার দেখানো হয়েছে আর্জেন্তিনীয় মহাতারকারই। 

মেসির এবছর এখনও পর্যন্ত আয় ১২৬ মিলিয়ন ডলার। যার মধ্যে বার্সেলোনা থেকে তিনি পেয়েছেন ৯২ মিলিয়ন ডলার, আর ৩৪ মিলিয়ন ডলার তিনি বিভিন্ন এনডোর্সমেন্ট থেকে পেয়েছেন। সেখানে রোনাল্ডোর রোজগার এখন ১১৭ মিলিয়ন ডলার। জুভেন্তাস তারকা এর আগে সর্বোচ্চ রোজগেরে ফুটবলার ছিলেন। কিন্তু লিওনেল মেসির বার্সেলোনায় থেকে গিয়ে ক্লাবের থেকে যে লয়্যালিটি বোনাস পেলেন, তাতেই টপকালেন পর্তুগিজ তারকাকে। যদিও রোনাল্ডোর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স সংখ্যা সব ফুটবলারের থেকে বেশি।