হিন্দু দেবতাদের বিকৃত করার অভিযোগ 'আদিপুরুষ'-এ, আইনি পদক্ষেপের হুমকি মন্ত্রীর

হিন্দু দেবতাদের বিকৃত করার অভিযোগ 'আদিপুরুষ'-এ, আইনি পদক্ষেপের হুমকি মন্ত্রীর

প্রভাস-সইফ জুটির 'আদিপুরুষ'এর টিজার প্রকাশ্যে আসবার পর থেকেই বিতর্কে। এই ছবির ভিএফএক্স নিম্নমানের, এমন অভিযোগ তুলছেন নেটিজেনরা। এর মাঝেই 'গোদের উপর বিষফোঁড়া' হয়ে উঠল মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্রার বক্তব্য। এই ছবিতে হিন্দু দেবতাদের বিকৃত করা হয়েছে, এমন অভিযোগ তুলেছেন মন্ত্রী।

এর জেরে ছবির নির্মাতাদের চিঠিও পাঠিয়েছেন মন্ত্রী, আপত্তিকর দৃশ্য না সরালে ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি পথে হাঁটবেন তিনি তা স্পষ্ট করেছেন।

মধ্যপ্রদেশ সরকারের মুখপাত্র নরোত্তম মিশ্রার দাবি ছবির টিজারে যেভাবে হনুমানকে তুলে ধরা হয়েছে তা অবমাননাকর। টিজারে চামড়ার পোশাকে দেখানো হয়েছে হনুমানকে তা এক্কেবারেই মেনে নেওয়া যায় না। পিটিআইকে তিনি জানান, 'এই ধরনের দৃশ্য ধর্মীয় অনুভূমিকে আঘাত করে।' রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন 'আমি সিনেমাটির প্রযোজক ওম রাউতকে চিঠি দিয়ে জানিয়েছি, এই ধরনের দৃশ্য অপসারণের জন্য। যদি অপসারণ না করেন, আমরা আইনি পদক্ষেপের কথা ভাবব।'

এই ছবির প্রেক্ষাপট 'রামায়ণ', ছবিতে রাঘব হিসাবে দেখানো হয়েছে প্রভাসকে, লঙ্কেশের ভূমিকায় রয়েছেন সইফ আলি খান। রাম ও রাবণ অনুপ্রাণিত চরিত্র এই জুটি। অন্যদিকে জানকি অর্থাত্‍ সীতার আদলে তৈরি চরিত্রে দেখা মিলবে কৃতী শ্যাননের।

এর আগে বিজেপি মুখপাত্র মালবিকা অভিনাশও 'আদিপুরুষ'-এর টিজার নিয়ে আপত্তি জানিয়েছেন। ছবিতে 'লঙ্গেশ' (রাবণ) সইফের যে লুক দেখানো হয়েছে তা অত্যন্ত বেমানান বলে দাবি করেন তিনি। নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঠিক প্রতিফলন কেন পর্দায় তুলে ধরেননি নির্মাতারা? প্রশ্ন তাঁর।

নেটিজেনদের অনেকেই সইফের লুক নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে রাবণ কম, সইফকে দেখে আলাউদ্দিন খলজির কথা মনে পড়ছে বেশি।

ওম রাউত পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী বছর ১২ই জানুয়ারি। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল ছবি হিসাবে উল্লেখ করা হয়েছে এই ছবির নাম। তবে 'ব্রহ্মাস্ত্র'র ভিএফএক্সের ধারেকাছেও নেই 'আদিপুরুষ' বলছে নেটপাড়া।