'Modi Modi' Chant In US: মার্কিন সফরের আগেই 'মোদী মোদী' সম্বোধনে ইন্দো আমেরিকান সোসাইটি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের আগেই সেখানে অবস্থিত ইন্দো-আমেরিকার কমিউনিটির পক্ষ থেকে 'মোদী মোদী' শব্দে মুখরিত আমেরিকা।
আগামী ২১ জুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন নরেন্দ্র মোদী। চারদিনের এই সফরে তিনি দুই দেশের বিভিন্ন দিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা সারবেন বাইডেনের সঙ্গে।
২১ জুন বাইডেনের সঙ্গে রাষ্ট্রীয় ভোজে যোগ দেবেন তিনি।