ষষ্ঠীতেই বোধন ৫জি-র উদ্বোধনের তারিখ ঘোষণা করল মোদী সরকার

ষষ্ঠীতেই বোধন ৫জি-র উদ্বোধনের তারিখ ঘোষণা করল মোদী সরকার

 পুজোর শুরুতেই দেশে চালু হচ্ছে বহু প্রতীক্ষিত ৫জি পরিষেবা (5G Service)। আগামী ১ অক্টোবর থেকে দেশজুড়ে এই পরিষেবা চালু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) উদ্বোধন করবে এই পরিষেবার। এদিন কেন্দ্র সরকারের এই কথা জানানো হয়েছে।

এদিন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টুইট করে এই কথা জানানো হয়েছে। বলা হয়েছে, ভারতের ডিজিটাল রূপান্তর ও সংযোগকে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ৫জি পরিষেবা চালু করবেন।

ধাপে ধাপে গোটা দেশজুড়ে এই পরিষেবা চালু হবে। তবে প্রথম ধাপে দিল্লি, কলকাতা, আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই সহ মোট ১৩টি শহরে এই উচ্চ গতি ও ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট পরিষেবা চালু হবে বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় টেলিকম দফতর।

চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, ৫জি স্প্রেকট্রামের নিলাম শেষ হয়ে গিয়েছে। নিলাম শেষ হতেই এই পরিষেবা চালুর প্রহর গুনতে শুরু করেছিল দেশবাসী। কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন অক্টোবর থেকেই এই পরিষেবা চালু হয়ে যাবে দেশে।

গত বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অশ্বিনী বৈষ্ণব জানান, ৫জি পরিষেবার যাত্রা ভারতে খুব উত্তেজনাপূর্ণ হতে চলেছে। আমরা গোটা দেশের ৮০ শতাংশ কভারেজ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছি। অল্প সময়ের মধ্যেই সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে।