১০০ শতাংশেরও বেশি চাহিদা হাওড়া-এনজেপি বন্দে ভারতের, দেশের সেরা বন্দে ভারত ট্রেন কোনটি, জানেন?

নয়া দিল্লি: উদ্বোধনের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সেমি হাইস্পিড এই ট্রেনগুলির উদ্বোধন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ইতিমধ্যেই একাধিক রুটে বিপুল জনপ্রিয়তা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। তবে কোনও কোনও রুটে আবার খুব একটা বেশি চাহিদা নেই বন্দে ভারত এক্সপ্রেসের।
সংবাদসংস্থা পিটিআই সরকারি তথ্য তুলে ধরে জানিয়েছে, ২৩ জোড়া সেমি-হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় কাসারাগড় থেকে ত্রিবান্দমের ট্রেনটি। কেরলের এই রুটেই সবথেকে বেশি যাত্রী যাতায়াত করেন বন্দে ভারত এক্সপ্রেসে। দ্বিতীয় স্থানে রয়েছে ওই রুটেরই ফিরতি ট্রেন অর্থাত্ ত্রিবান্দম-কাসারাগড় বন্দে ভারত এক্সপ্রেস। তৃতীয় স্থানে রয়েছে গান্ধীনগর-মুম্বই সেন্ট্রাল রুটের বন্দে ভারত এক্সপ্রেস।
সেরা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কোনগুলি?
বন্দে ভারত ট্রেন রুট পূর্ণ আসনের শতাংশ হার
কাসারাগড়-ত্রিবান্দম ১৮৩ শতাংশ
ত্রিবান্দম-কাসারাগড় ১৭৬ শতাংশ
গান্ধীনগর-মুম্বই সেন্ট্রাল ১৩৪ শতাংশ
মুম্বই সেন্ট্রাল-গান্ধীনগর ১২৯ শতাংশ
বারাণসী-নয়া দিল্লি ১২৮ শতাংশ
রাঁচী-পটনা ১২৭ শতাংশ
পটনা-রাঁচী ১২৫ শতাংশ
নয়া দিল্লি-বারাণসী ১২৪ শতাংশ
মুম্বই-সোলাপুর ১১১ শতাংশ
হাওড়া-নিউ জলপাইগুড়ি ১০৮ শতাংশ
দেহরাদুন-দিল্লি ১০৫ শতাংশ
সোলাপুর-মুম্বই ১০৪ শতাংশ
নিউ জলপাইগুড়ি-হাওড়া ১০৩ শতাংশ
দিল্লি ক্যান্টনমেন্ট-আজমের ৮৩ শতাংশ
আজমের-দিল্লি ক্যান্টনমেন্ট ৬০ শতাংশ