মাধ্যমিক পাশেই আবেদন শুরু পোস্ট অফিসে, নিয়োগ ৫ হাজারের বেশি

মাধ্যমিক পাশেই আবেদন শুরু পোস্ট অফিসে, নিয়োগ ৫ হাজারের বেশি

সময় বাংলা# ভারতীয় ডাক বিভাগে ইন্ডিয়া পোস্ট পোস্ট অফিসে পাঁচ হাজারের বেশি শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারত সরকার। মাধ্যমিক পাশ করলেই এই চাকরির আবেদন করা যাবে অনলাইনে পোস্ট অফিসে চাকরির জন্য 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এই পোস্ট অফিসে আবেদন সম্পর্কে বিশদ জানতে হলে পড়ুন মন দিয়ে ।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে পোস্ট অফিসে চাকরির জন্য মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে প্রার্থীকে। প্রার্থীর বয়স 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে ।এসসি ,এসটি, ওবিসি বয়সের ছাড় পাবে।কিভাবে অনলাইনে আবেদন করতে হবে জানতে ওয়েবসাইটে যান ইন্ডিয়া পোস্ট ডট ইন।

ইন্ডিয়া পোস্ট অফিসে আবেদন করতে হলে প্রার্থীকে মাধ্যমিক পাস অবশ্যই করতে হবে। এবং কম্পিউটারের বেসিক জ্ঞান অবশ্যই থাকতে হবে ।60 দিনের কম্পিউটার ট্রেনিং থাকা বাধ্যতামূলক ।এই কম্পিউটার সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় বোর্ড প্রাইভেট সংস্থাটি থেকেও হতে পারে। তবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্নাতক স্তরে কম্পিউটার বিষয় নিয়ে পড়াশোনা করলে সমমান বলেই বিবেচিত করা হবে।

ইন্ডিয়া পোস্ট অফিসের আবেদন করলে বেশিরভাগ ক্ষেত্রেই পদ উড়িষ্যা তামিলনাড়ু রাজ্যে হবে ।উড়িষ্যায় শূন্যপদ 2060 টি এবং তামিলনাড়ুতে শূন্যপদ 3162 টি। নিয়োগ হবে পোস্ট অফিস মাস্টার (বিপিএম) অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার(এবিপিএম )পদগুলিতে ।তাই দেরি না করে ইন্ডিয়া পোস্ট অফিসে আবেদন করে ফেলুন ।মাধ্যমিক যোগ্যতায় কম্পিউটার জ্ঞান থাকলেই এই পদে আবেদন করা যাবে ।তাই বিপুল সংখ্যায় নিয়োগ হবে এর জন্য শিগ্রহী আবেদন করুন