তাসের ঘরের মতো ভেঙে পড়ল মুম্বইয়ের চারতলা ফ্ল্যাট বাড়ি ! ভয়াবহ ভিডিও হু হু করে ভাইরাল!

অন্যদিনের মতোই জমজমাট ছিল বাজার! সকাল হতেই সকলে কাজে ব্যস্ত হয়ে পড়েন। যেমনটা অন্য দিনে হয়! বাজারে বহু মানুষ নানা কাজে ব্যস্ত! তার মাঝেই রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে একটা চারতলা বিল্ডিং। বিপদজনক বাড়ি হিসবেই শনাক্ত করা হয়েছিল এই বাড়িটিকে।
অন্যদিনের মতোই সাইবাবা নগরের বোরিভালিতে বাজার জমে ওঠে সকাল বেলা। ব্যস্ত রাস্তা। হঠাত্ করেই ওই চারতলা বাড়িটি একেবারে হুড়মুড় করে ভেঙে পড়ে। দেখে মনে হবে যেন তাসের ঘর। একদম তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ওই বাড়িটি। উপস্থিত লোকজন চিত্কার করতে শুরু করেন। তবে বাড়িটির একেবারে কাছে কেউ না থাকায় কেউ আহত হননি।