বিয়ের চারমাস পর যমজ সন্তান জন্ম দিলেন নয়নতারা ও বিগনেশ

নয়ন ও ভিগনেশ দুজনেই দুই সন্তানের পায়ে চুম্বন করে ছবি তোলেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হওয়া মাত্রই তা ভাইরাল হয়ে যায়। সকলেই এক কথায় শুভেচ্ছা জানান এই জুটিকে। প্রথম ভিগনেশই দুই সন্তানের ছবি শেয়ার করেন। যদিও অনেকেই তাঁদের সন্তান হওয়ার খবরে চমকে যান। কারণ নয়নতারাকে কোনও দিনই বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে দেখা যায়নি। বিয়ের সময়ও সেভাবে বোঝা যায়নি। ফলে অনেকেই বেজায় অবাক এই খবরে।
তাঁদের কাঁধে এখন একাধিক দায়িত্ব। দুজনেই ভীষণভাবে প্রতিষ্ঠিত। যার ফলে সেলেবমহলে তাঁদের নিয়ে চর্চা থাকে তুঙ্গে। এবার এই খবর সামনে আসতেই তা ছড়িয়ে পড়ে পলকে। বর্তমানে নয়নতারা শাহরুখ খানের সঙ্গে কাজ করছেন। জাওয়ান ছবির মধ্যে দিয়ে হবে নয়নতারার বলিউডে অভিষেক। শাহরুখ খানের বিপরীতে তিনি অভিনয় করছেন, ফলে কেরিয়ারে এটি তাঁর জন্য আরও এক বড় মাইলেজ বলেই জানিয়েছিলেন তিনি। শীঘ্রই ফিরবেন তিনি শুটিং-এর কাজে। এখন বেশকিছুটা বিরতীতে রয়েছেন নয়নতারা।