ভারতীয় বাজারে নতুন ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ হল, ফুল চার্জে ১৫০ কিমি রেঞ্জ

ভারতীয় বাজারে নতুন ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ হল, ফুল চার্জে ১৫০ কিমি রেঞ্জ

মোটরসাইকেল বাজারে বিশ্বের মধ্যে অন্যতম বড় বাজারগুলির মধ্যে একটি ভারত। ইলেকট্রিক মোটরসাইকেলের ক্ষেত্রে প্রাথমিক স্তর হলেও ইভি মোবিলিটির জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে ভারতীয়দের মধ্যে। বিভিন্ন স্টার্টআপ থেকে শুরু করে শীর্ষ স্থানীয় সংস্থা যেমন হিরো (Hero Electric, Bajaj Auto) তারাও ইলেকট্রিক দু চাকা লঞ্চ করেছে।

এই তালিকায় আরও এক নাম যোগ করল জয়পুরে অবস্থিত স্টার্টআপ হপ ইলেকট্রিক (Hop Electric)।

এই সংস্থা সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ করেছে Hop Oxo ইলেকট্রিক মোটরসাইকেল। এই দু চাকা দু রকম ভ্যারিয়েন্টে বাজারে ছাড়া হয়েছে - Hop Oxo এবং Hop Oxo X। কিন্তু লক্ষণীয় বিষয় হল এই ইলেকট্রিক বাইকের দাম Ola, TVS এর ইলেকট্রিক স্কুটারের প্রায় সমান। Hop Oxo এর বাজারমূল্য রাখা হয়েছে ১.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আর Hop Oxo X ভ্যারিয়েন্টের দাম ১.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Hop Oxo ইলেকট্রিক বাইকের ফিচার্স

এই বাইকে রয়েছে ৫ ইঞ্চি ডিজিটাল ডিসপ্লে যেখানে যাবতীয় প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে এর সাথে Oxo অ্যাপের মাধ্যমে মোবাইল কানেক্টিভিটি বৈশিষ্ট্য। এটিতে একটি ৭২V ইফ্লো (eFlow) পাওয়ারট্রেন রয়েছে এবং ৩.৭ kWh এনএমসি ব্যাটারি প্যাক। সর্বোচ্চ ৬.২ kW শক্তি এবং ২০০ Nm টর্ক উত্‍পন্ন করতে পারে বাইকটি।

ইলেকট্রিক বাইকে তিনটি রাইডিং মোড রয়েছে - ইকো, পাওয়ার এবং স্পোর্ট। কেবল Oxo X ভ্যারিয়েন্টে রয়েছে টার্বো মোড যা ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি প্রদান করে। এই ভ্যারিয়েন্টে শুন্য থেকে ৪০ কিমি গতি গতি তুলতে সময় লাগে মাত্র ৪ সেকেন্ড।

এটি ফুল চার্জে ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। সংস্থা জানিয়েছে, ১৬ এএমপি (Amp) পাওয়ার সকেট দিয়ে চার্জ করার সুবিধা রয়েছে। যা শুন্য থেকে ৮০ শতাংশ চার্জ মাত্র ৪ ঘন্টায় সম্পন্ন করে।

৪জি কানেক্টিভিটি, রি-জেনাকরেটিভ ব্রেকিং, জিও-ফেনসিং, অ্যান্টি-থেফট অ্যালার্ম এই বাইকের বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য। আগ্রহী গ্রাহকরা এই ইলেকট্রিক বাইক অনলাইনে অথবা অফলাইনে নিকটবর্তী Hop Electric এর শোরুমে গিয়ে কিনতে পারেন।