আসছে নয়া নিয়ম প্রতি ১০ বছরে আধার আপডেট বাধ্যতামূলক

আসছে নয়া নিয়ম প্রতি ১০ বছরে আধার আপডেট বাধ্যতামূলক

বার আধার কার্ড করালেই নিশ্চিন্ত থাকার দিন শেষ আসছে নয়া নিয়ম। জানা গিয়েছে দশ বছর অন্তর আধার কার্ডের আপডেট করাতে হবে সাধারণ মানুষকে। যদি ব্যক্তিগত তথ্যের কোনো পরিবর্তনের প্রয়োজন থাকে তা করা যাবে। গোটা দেশ জুড়ে এই উদ্যোগ শুরু হতে চলেছে।

বাংলায় প্রায় ৯ কোটির বেশি মানুষের আধার কার্ড হয়েছে তারা প্রত্যেকেই এই নিয়মের আওতায় পড়ুন। আধার আপডেট করার ব্যাপারে স্থানীয় প্রশাসন প্রচার চালাবে বলে জানা গিয়েছে।

একটি নির্দিষ্ট সময় পর যে নাগরিকরা আপডেট করবেন না তাদের তালিকা রাজ্য প্রশাসনকে দিয়ে দেওয়ার কথা আধার কর্তৃপক্ষের। আধার সেবা কেন্দ্র সহ রাজ্যে যেখানে যেখানেই সংক্রান্ত কাজ করা হয় সেখানেই আপডেট করার সুযোগ মিলবে বলে জানা গিয়েছে। তার জন্য নির্দিষ্ট চার্জ মেটাতে হবে। ঠিকানা বদল নাম পরিবর্তন মোবাইল ইমেইলের বদল বা নতুন করে সেই সব তথ্য তোলার মতো কাজগুলি করতে হবে আধার গ্রাহকে। হাতের আঙুলের ছাপ না মেলে বা নতুন করে ছবি তোলার মতো কাজগুলি এই সুযোগে করিয়ে নেওয়া যাবে। আর যাদের এসবের কিছু দরকার নেই তারা পুরনো তথ্য গুলি রাখবেন। তবে আপডেট ব্যর্থতামূলক। শীঘ্রই কলকাতা পুরসভা সামগ্রিকভাবেই কাজ করতে নামছে। তারপর জেলায় জেলায় ছড়িয়ে যাবে উদ্যোগটি।