৩০শে পা দিলেন নিক, জন্মদিনের পার্টিতে প্রিয়াঙ্কার সঙ্গে মাখামাখির ভিডিয়ো ভাইরাল

বয়সের ফারাক কোনওদিন তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। বরং বয়সে ১০ বছরের ছোট হলেও নিক 'একটু বেশিই ম্যাচুয়ার্ড' এমন কথা শোনা গিয়েছে দেশি গার্লের কাছ থেকে। প্রিয়াঙ্কার স্বামী সদ্যই ৩০শে পা দিয়েছেন।
সুবিশাল গলফ কোর্সে নিকের জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন অভিনেত্রী। পার্টির ড্রেস কোড ছিল সাদা। সেই পার্টির অন্দরের ভিডিয়ো প্রকাশ্যে আনলেন স্বয়ং প্রিয়াঙ্কা। পাশাপাশি নিকের জন্য লিখলেন এক আবেগঘন বার্তা।
প্রিয়াঙ্কার সঙ্গে মিলিয়েই সাদা-কালো আউটফিটে সেজেছিলেন নিক। অ্যাবস্ট্রাক্ট প্রিন্টেট শার্টে দেখা মিলল বার্থ ডে বয়ের। ম্যাচিং শর্টসে ধরা দিলেন নিক।
দেখতে দেখতে ইতিমধ্যেই দাম্পত্যের তিনটে বছর পার করে ফেলেছেন নিয়াঙ্কা। চলতি বছর জানুয়ারি মাসেই সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন দুজনে। নিক-প্রিয়াঙ্কার মেয়ের নাম মালতি মেরি চোপড়া জোনাস। মেয়ের ঝলক বেশ কয়েকবার প্রকাশ্যে আনলেও এখনও পর্যন্ত মেয়ের মুখ দেখাননি প্রিয়াঙ্কা।