নোবেলের জন্য মনোনীত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রকাশ্যে লুকিয়ে থাকা তথ্য

নোবেলের জন্য মনোনীত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রকাশ্যে লুকিয়ে থাকা তথ্য

ইতিহাস ঘাটলে বিভিন্ন সময়ে বিভিন্ন গুণী ব্যক্তিদের নাম উঠে আসে। কারুর নাম আজও পাঠকরা মনে রেখেছে। আর কাউকে হয়তো ভুলে গেছে। সেই গুলি মানুষগুলোর মধ্যে অন্যতম একটি নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার উপন্যাস, নাটক, গল্প আজও পাঠকরা মনে রেখেছে।

কিন্তু সেই মানুষটা নোবেল পাননি।

রবীন্দ্রনাথ ঠাকুর ,অরবিন্দ ঘোষ প্রত্যেকেই নোবেলের জন্য মনোনয়ন পেয়েছিলেন। এরপর ১৯১৩ সালে সাহিত্য অবদানের জন্য নোবেল পুরস্কার পায় রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও নোবেলের জন্য মনোনয়ন পেয়েছিলেন। যদিও সেই মনোনয়নের কথা ছিল চাপা ঢাকা। ১৯৭১ সালে নোবেল পান নেরুদা। সেই বছরই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও মনোনয়ন পেয়েছিলেন।

মাঝে কেটে গিয়েছে ৫০ টা বছর। তবে ৫০ বছর আগের সেই তালিকায় এবার বাঙালি সামনে। কারণ সুইডিশ কমিটি এতদিন বিজয়ীদের নাম ঘোষণা করলেও এবার সকলের জন্য তাদের আর্কাইভ খুলে দিয়েছে। আর সেখান থেকেই জানা গিয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মনোনীত হওয়ার কথা। যদিও সেই বছরেই ১৪ ই সেপ্টেম্বর চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন তারাশঙ্কর। তবে জানা যাচ্ছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাম প্রস্তাব করেছিলেন সাহিত্য একাডেমীর তত্‍কালীন সম্পাদক কৃষ্ণ কৃপালনি। তবে এটা ধরে নেওয়া যায় যদি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নোবেল পেতেন তাহলে দ্বিতীয় নোবেলটাও আসতো সেই বাঙালিরই হাত ধরে।