শুধুমাত্র পুজোর দিন নয়, সারা বছর পাবেন দেবীর আশীর্বাদ! বাড়িতে রাখুন সামান্য জিনিস

শুধু মাত্র লক্ষ্মী পুজোর দিন নয়, সারা বছরই পাবেন দেবীর আশীর্বাদ। কেটে যাবে সমস্ত বিপদের আশঙ্কা। সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠবে সংসার। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বাড়িতে মাত্র কয়েকটি জিনিস রাখলে সারা বছর দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়।
•বাঁশের বাঁশি দেবী লক্ষ্মীর খুব প্রিয় একটি জিনিস। দেবীর মূর্তি বা পট রাখার স্থানে একটি বাঁশি সিল্কের কাপড়ে মুড়ে রেখে দিতে পারেন। এর ফলে দেবীর আশীর্বাদ লাভ করবেন।
•দেবীর আশীর্বাদ পেতে বাড়িতে রেখে দিন একটি দক্ষিণাবর্ত শঙ্খ। এই শঙ্খ সাদা, লাল কিংবা হলুদ কাপড়ের মুড়ে রুপো কিংবা মাটির পাত্রের উপর রাখতে পারেন।
•সন্তানের মঙ্গল কামনায় এবং কর্মক্ষেত্রে সুফল পেতে প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বসনে লক্ষ্মী গায়ত্রী মন্ত্র ১০৮ বার জপ করুন। দেবীকে সন্তুষ্ট করতে এক্ষেত্রে ব্যবহার করুন পদ্ম বীজের মালা।
•যদি সম্ভব হয় তাহলে প্রতি শুক্রবার পদ্মমূল থেকে তৈরি সলতে দিয়ে মাটির প্রদীপ জ্বালান। তারপর দেবীর সামনে বসে মায়ের আরাধনা করুন।
•প্রচলিত বেশি বিশ্বাস অনুযায়ী, বাড়িতে লক্ষ্মীর কড়ি থাকলে সংসারের আর্থিক কষ্ট দূর হয়। তাই কোজাগরী লক্ষ্মী পুজোতে বাড়িতে আনুন নিটোল এবং সুন্দর লক্ষ্মীর কড়ি।
•দেবী লক্ষ্মীর পাশাপাশি আরাধনা করুন গণেশের ছবি কিংবা খোদাই করা রুপোর কয়েন। যদিও এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। নিজের সমর্থ্য অনুযায়ী মাকে নিষ্ঠা ভরে আরাধনা করলেই যথেষ্ট।
•মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে প্রত্যেক বৃহস্পতিবার পুজোর উপকরণে রাখুন পান পাতা। এই পাতাকে হিন্দু সংস্কৃতিতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পান পাতার উপর রাখবেন একটি সুপারি, এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন।
•দেবীকে সন্তুষ্ট রাখতে পুজোয় স্টিলের পরিবর্তে পিতল, কাঁসা কিংবা তামার বাসন ব্যবহার করতে পারেন।
•বাড়িতে ঠাকুরের সিংহাসনের কাছে রেখে দিন একটি লক্ষ্মীর পাঁচালী। মনে করা হয় লক্ষ্মী পুজোর দিন পাঁচালী পাঠ করলে সংসারে হারানো সুখ-সমৃদ্ধি ফিরে আসে।