তিন মাস নয়, রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের বিল দিতে হবে প্রতি মাসেই? বড় ইঙ্গিত অরূপ বিশ্বাসের

তিন মাস নয়, রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের বিল দিতে হবে প্রতি মাসেই? বড় ইঙ্গিত অরূপ বিশ্বাসের

রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের বিলের নিয়মে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন বিদ্যুত্‍মন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবার বিধানসভায় এ নিয়ে নিজের মত প্রকাশ করেন অরূপ বিশ্বাস। তিন মাস অন্তর বিলের পরিবর্তে প্রতি মাসেই বিল দেওয়ার পক্ষে ও বিপক্ষে মত পাওয়া গিয়েছে জনসাধারণের তরফে।

মন্ত্রী জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।

পশ্চিমবঙ্গ বিদ্যুত্‍ পর্ষদ প্রতি তিন মাস অন্তর বিদ্যুতের বিল দেয়। এই তিন মাস অন্তর বিলের পরিবর্তে মাসিক বিল তৈরি করার বিধায়কের প্রস্তাবে পরিপেক্ষিতে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে বিদ্যুত দফতর জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে দু'রকম মত পেয়েছেন। যদিও পরীক্ষামূলক ভাবে কলকাতা পুরসভার ১১১/১১২/১১৩/১১৪ নং ওয়ার্ডের বেশ কিছু এলাকা বিদ্যুত্‍ পর্ষদের অধীনে। সেই সমস্ত এলাকায় মাসিক বিল চালু করা হচ্ছে বলে বিদ্যুত্‍মন্ত্রী অরূপ বিশ্বাস জানান।

এদিন বিদ্যুত্‍ চুরি আটকাতে বিধায়কদের সহযোগিতাও চাইলেন বিদ্যুত্‍মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি, মানুষকে সচেতন করতে ভূমিকা নিতে আবেদন জানালেন তিনি। বেআইনি ভাবে বিদ্যুত্‍ সংযোগ নেওয়ার ফলে তার ছিঁড়ে মানুষের মৃত্যুর মতো ঘটনাও ঘটছে। সে বিষয়েও সতর্কতার আর্জি জানান মন্ত্রী।

কিছুদিন আগেই বসিরহাটে বিদ্যুত্‍ চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিদ্যুত্‍ চুরির অপরাধে ক্ষতিপূরণ বিল পাঠায় রাজ্য বিদ্যুত্‍ বন্টন সংস্থা। বদলে বিদ্যুত্‍ দফতরের গ্রাহক পরিষেবা কেন্দ্রে হানা কয়েকজন দুষ্কৃতীর। নিগ্রহ করা হয় দফতরের উপস্থিত সরকারি আধিকারিকদের। ভাঙচুর চালান হয় পরিষেবা কেন্দ্রে। চারজন কর্মচারীকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ দায়ের করা হয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যুত্‍ বন্টন পর্ষদের তরফে।