ভিঞ্চি ভারতী একাডেমী-তে পড়তে হবে IIC পরীক্ষায় বসতে গেলে

ভিঞ্চি ভারতী একাডেমী-তে পড়তে হবে IIC পরীক্ষায় বসতে গেলে

'ভিঞ্চি ভারতী একাডেমী' একেবারে অন্য ঘরানার একটি সিরিজ নিয়ে আসছেন ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম। সিরিজে মোট ছয়টি এপিসোড থাকবে বলেই জানা গিয়েছে। তবে সেসব তো হল আসলে সিরিজের গল্প ঠিক কি নিয়ে ভাবছেন তো! তাহলে আপনাদের জানিয়ে রাখি আসলে এই সিনেমার গল্প একটি পরীক্ষা কে নিয়ে।

ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভিটি- তে সুযোগ পেতে গেলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। বিশ্বের অন্যতম শক্ত পরীক্ষা হিসেবেও ধরা যেতে পারে।

কারণ সেখানেই পাশের হার মাত্র ০.০০২ শতাংশ। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই পরীক্ষা পাস করতে গেলে মন লাগিয়ে পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা করার জন্য ওর টিউশন তো নিতেই হবে। সেরকমই এই পরীক্ষায় যারা বসবেন তাদের তৈরি করবার জন্য দেশে ছড়িয়ে রয়েছে প্রচুর প্রতিষ্ঠান। তবে তাদের মধ্যে সবচেয়ে ভালো যে সেন্টার তা হল 'ভিঞ্চি ভারতী একাডেমি'।

এই সিরিজের অভিনয় করবেন অন্য মুখোপাধ্যায় থেকে শাওলি চট্টোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, সবুজ বর্ধন, অনুজ চট্টোপাধ্যায় দুর্বার শর্মা শাশ্বতী সিনহা, আভেরী সিংহ রায়, শিলাদিত চট্টোপাধ্যায়, পলাশ হক, দেবরাজ ভট্টাচার্য, সাগ্নিক বসু পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, সৌমিক মৈত্র সহ আরও অনেকে।