OnePlus 11 চলতি বছরের ডিসেম্বরেই হতে পারে লঞ্চ, থাকবে Snapdragon 8 Gen 2 SoC

OnePlus 11 চলতি বছরের ডিসেম্বরেই হতে পারে লঞ্চ, থাকবে Snapdragon 8 Gen 2 SoC

OnePlus 10Tকে যখন মনে করা হচ্ছিল যে এটাই OnePlus এর শেষ Flagship ফোন এই বছরের মতো তখন তথ্য সূত্রে জানা যাচ্ছে যে OnePlus 11 নিয়ে কাজ শুরু করেছে। আর তারপরই একজন চৈনিক টিপস্টার জানান যে এই ফোনটি চলতি বছরের ডিসেম্বর মাসেই লঞ্চ হতে পারে। এবং মনে করা হচ্ছে যে এই ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 2 SoC থাকতে পারে।

OnePlus একসঙ্গে দুটো ফোন লঞ্চ করতে পারে এই 11 সিরিজে, তাতে থাকবে OnePlus 11 এবং OnePlus 11 Pro।

ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station), চিনের টিপস্টার জানিয়েছে যে OnePlus বর্তমানে একটি নতুন স্মার্টফোনের উপর কাজ করছে যেটায় Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকবে, এই প্রসেসরটি Qualcomm 8+ Gen 1 SoC এর আপগ্রেড ভার্সন। এখনও অবধি এতদূর জানা গিয়েছে। এর বেশি এই নতুন স্মার্টফোনের ব্যাপারে আর তেমন কিছুই জানা যায়নি।

OnePlus এর তরফে সদ্য লঞ্চ হওয়া OnePlus 10T ফোনটিতে আছে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর। 6.7 ইঞ্চির একটি full HD+ AMOLED ডিসপ্লে আছে এই ফোনে যার সঙ্গে দেওয়া হয়েছে LTPO টেকনোলজি। ফোনটিতে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্ণিং গোরিলা গ্লাস। এই ফোনটির ডিসপ্লেতে আছে 120 Hz রিফ্রেশ রেট এবং HDR 10+ এর সাপোর্ট। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লেতে একটি পাঞ্চ হোল কাট আউট আছে।

OnePlus 10T তে রয়েছে 3D কুলিং সিস্টেম যাতে ফোন সহজে গরম না হতে পারে। এই ফোনে এছাড়া আছে 4800mAh ব্যাটারি যাতে 160W ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। এই চার্জারের সাহায্য ফোনটি মাত্র 19 মিনিটে 0-100% চার্জ হতে পারবে। এছাড়াও গ্রাহক এই ফোনে পাবেন Dolby Atmos এবং নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা। OnePlus 10T তে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। যার প্রাইমারি ক্যামেরা হল 50 মেগাপিক্সেলের এবং এটি একটি Sony IMX769 সেন্সর যাতে OIS সাপোর্ট আছে। আর অন্য দুটো ক্যামেরায় আছে 8 এবং 2 মেগাপিক্সেলের সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য আছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।

OnePlus 10T এর দাম কত?

ভারতে এই ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এর জন্য এই ফোনের দাম 49,999 টাকা। অন্যদিকে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ এর দাম হল 54,999 টাকা। আর টপ ভ্যারিয়েন্ট যেখানে আছে 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ এর দাম হল 55,999 টাকা। ফোনটি গ্রাহকরা দুটো রঙের মধ্যে একটিতে কিনতে পারেন। এই রঙ দুটি হল মুনস্টোন ব্ল্যাক এবং জেড গ্রিন।