ওপো-র নতুন মাইক্রোলেন্স ক্যামেরা যুক্ত স্মার্টফোন লঞ্চ হল দেশে দাম জেনে নিন

ওপো-র নতুন মাইক্রোলেন্স ক্যামেরা যুক্ত স্মার্টফোন লঞ্চ হল দেশে দাম জেনে নিন

ভারতে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হল Oppo F21s Pro সিরিজ। এই সিরিজের অধীনে ৪জি ও ৫জি মোবাইল লঞ্চ করেছে Oppo। কোম্পানির দাবি, এই সেগমেন্টে এটি প্রথম স্মার্টফোনে যাতে রয়েছে মাইক্রোলেন্স ক্যামেরা। এটি যে কোনও বস্তুর মাইক্রোস্কোপিক বিবরণ ক্যাপচার করার জন্য ১৫x এবং ৩০x বিবর্ধন ক্ষমতা পর্যন্ত যেতে পারে।

এ ছাড়া AMOLED ডিসপ্লে উন্নত Qualcomm প্রসেসর থাকায় একটি পাওয়ারফুল ফিচার প্যাক স্মার্টফোন হিসাবে লঞ্চ হয়েছে বাজারে। একনজরে এটির দাম ও স্পেসিফিকেশন।

Oppo F21s Pro সিরিজের ৪জি ও ৫জি মোবাইলের দাম এবং প্রাপ্যতা

Oppo F21s ৫জি ভ্যারিয়েন্টের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৫,৯৯৯ টাকা। এটির ৪জি ভ্যারিয়েন্টের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২২,৯৯৯ টাকা। উভয় স্মার্টফোনই প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। গ্রাহকরা Amazon থেকে অর্ডার করতে পারবেন। এটির ডেলিভারি শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। রঙের ক্ষেত্রে এই সিরিজের ডনলাইট গোল্ড এবং স্টারলাইট কালো রঙের বিকল্প পাওয়া যাবে।

Oppo F21s Pro ৫জি এর স্পেসিফিকেশন

OPPO F21s Pro ৫জি-তে একটি ৬০হার্টজ ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে রয়েছে। ডিভাইজটি Snapdragon ৬৯৫ ৫জি প্রসেসর দ্বারা পরিচালিত। অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ColorOS ১২.১। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে ফোনটিতে। ব্যাটারি ক্যাপাসিটি মিলবে ৪,৫০০mAh এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

ক্যামেরার ক্ষেত্রে উপলব্ধ বৈশিষ্ট্য একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ - যার অধীনে উপস্থিত ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ফ্রন্টে রয়েছে f/২.৪ অ্যাপারচার ১৬ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।

Oppo F21s Pro ৪জি ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

এই ভার্সনে রয়েছে ২৪০০x১৮০০ পিক্সেল সহ একটি ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি+ AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে যার স্ক্রিন রিফ্রেস রেট ৯০hz। স্মার্টফোনটি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ ও ২.৪GHz ক্লক স্পিড সহ Snapdragon ৬৮০ প্রসেসর দ্বারা চালিত। এটিতে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৪,৫০০mAh এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং।

ক্যামেরার ক্ষেত্রে মিলবে সামনে একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ যার আওতায় ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর উপস্থিত।