আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যিশু দাশগুপ্ত এবং রবি ওঝার মতো পরিচালকদের গাইডেন্স খুব মিস করি: রূপাঞ্জনা মিত্র

আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যিশু দাশগুপ্ত এবং রবি ওঝার মতো পরিচালকদের গাইডেন্স খুব মিস করি: রূপাঞ্জনা মিত্র

জ শিক্ষক দিবস। অনেকেই আজ তাঁদের শিক্ষকদের মনে করবেন। তাঁদের অবদানকে মনে করবেন। গত রাতে (রবিবার, ৪ সেপ্টেম্বর) একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। পোস্টটি শিক্ষক দিবসকে কেন্দ্র করে। আসলে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। কিন্তু ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজার আগেই শিক্ষকদের স্মরণ করলেন রপাঞ্জনা।

নিজের দীর্ঘ ফেসবুক পোস্ট কী লিখছেন অভিনেত্রী:

রূপাঞ্জনার ফেসবুক পোস্ট –

“আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যিশু দাশগুপ্ত এবং রবি ওঝার মতো পরিচালকদের গাইডেন্স খুব মিস করি। কাল টিচার্স ডে, তাই তোমাদের জানাই হ্যাপি টিচার্স ডে ইন অ্যাডভান্স! আর আমার মা, যিনি সর্বক্ষণ আমাকে শিখিয়েছেন মাথা তুলে বাঁচতে। অন্যায়ের সঙ্গে কখনও আপোস না করতে, সত্‍ পথে বাঁচতে… তাঁকেও জানাই সেলাম। আরও অনেকে আছেন এই তালিকায়। রিয়ানের থেকেও আমি রোজ নতুন কিছু শিখছি। আর সবার আগে জীবন। আমার স্কুলের সেই মানুষগুলোকে জানাই শ্রদ্ধা। যাঁরা এখনও হাল ছাড়েননি আমার প্রতি। আজ মিতালী মিস চলে গেলেন। দ্য বিএসএস স্কুলে আমাদের অঙ্কের টিচার ছিলেন। তিনি চলে গেলেন আজ। তিনি কী পাউডার মাখতেন, সেই সুগন্ধিও মনে আছে আমার। তিনি ইতিবাচক ছিলেন। এনার্জি ছিল তাঁর মধ্যে। তিনি ছিলেন ট্রু সোল। ওঁর এনার্জির জন্যই আমরা একটা টিম হয়ে থাকতাম। সব মনে আছে আমার। টিউশন করার সময় তাঁর জীবনযুদ্ধের আঁচ পেতাম। আর আমার সব প্রশ্নের উত্তর কী করে দিতেন এখনও মনে পড়ে। খুব পজ়িটিভ একজন মানুষ, যিনি সর্বক্ষণ তাঁর এনার্জি দিয়ে বুঝিয়েছিলেন, ‘তুই পারবি, এগিয়ে যা, নিজের মতো বাঁচ’। আমি আজ ৪ সেপ্টেম্বর, আমার জীবনের সেই সব টিচারদেরকে মন থেকে জড়িয়ে বলতে চাই ‘থ্যাঙ্ক ইউ’! ভাগ্যিস, তোমরা আমার উপর বিশ্বাস রেখেছিলে, তোমরাই আমাকে মজবুত বানিয়েছ। যতই সুনামী, আয়েলা, আমফান আসুক, আমাকে উপড়ে ফেলতে খুব খাটতে হবে। ভালকে জড়িয়ে ধরা ও খারাপকে বাদ দিতে সাহায্য় করেছ তোমরাই। ধন্যবাদ সেই জন্য। তোমাদের শিক্ষা কোনওদিনও রিসাইকেল বিনে চলে যাবে না। কথা দিলাম।”