অভিনয় অতীত মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চায়ের দোকানের ব্যবসা করবেন ঋত্বিক চক্রবর্তী

অভিনয় অতীত মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চায়ের দোকানের ব্যবসা করবেন ঋত্বিক চক্রবর্তী

সম্প্রীতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের উদ্দেশ্যে কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন। কিছুদিন আগেই মেদিনীপুরের খড়্গপুরে একটি কর্মসূচিতে অংশ নিয়ে বেকার যুবক-যুবতীদের উদ্দেশ্যে জানিয়েছিলেন, 'পুজোয় হাজার টাকা জোগাড় করে একটি কেটলি কিনুন আর সঙ্গে নিন মাটির ভাঁড়।

কিছু বিস্কুটও রাখুন। ধীরে ধীরে বাড়বে।'' একই সাথে তাঁর কথায়, ''প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন। মাকে পরের সপ্তাহে বললেন, ঘুগনি তৈরি করে দাও। সেটাও নিয়ে যান। সবই বিক্রি হয়ে যাবে। তার পরের সপ্তাহে তেলেভাজা করলেন। পাশাপাশি একটা কৌটোয় ঝালমুড়ি নিয়ে নিন, তাতে বাদাম-ছোলা ফেলে দিন। দেখবেন একে একে খেতে চাইবে। বিক্রি করে শেষ করতে পারবেন না। শালপাতার মাঝখানে ফুটো করে একটি কাঠি ঢুকিয়ে দিন, ঠোঙা হয়ে যাবে। তাতেই ঘুগনি, ঝালমুড়ি বিক্রি করবেন। একটা টেবিল আর একটা টুল নিয়ে বসলেন। সামনে পুজো আসছে। লোককে দিয়ে কুলিয়ে উঠতে পারবেন না! আজকাল এত বিক্রি আছে!''

তবে এবার মুখ্যমন্ত্রীর এই বার্তাকেই কাজে লাগাতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী! পুজোয় অন্যান্য তারকাদের একাধিক কাজের মাঝে এবারের একেবারে হাত ফাঁকা অভিনেতার। তাই সময়কে কাজে লাগাতে আগে ভাগে সেরে ফেললেন ব্যবসার প্ল্যানিং। তবে খানিকটা কমেডি ছলে।

হাতে একটা পুতুল নিয়েছেন আর তাঁকে দিয়েই বলাচ্ছেন সব কথা। পুতুল অভিনেতার উদ্দেশ্যে বলছে, 'আমার একটা বিজনেস প্রপোজাল আছে বড়দা। একটা চায়ের দোকান দেবো। চা টা সার্ভ করবো শামূকের খোলে। শুনে চমকে উঠে অভিনেতা জানায় শামুক! অন্যদিকে থেকে হাত পুতুল ঘাড় নেড়ে তাতে সম্মতি জানায়। বলে, সাথে থাকবে মুড়ি, বাদাম, ঘুগনি আর পিঁপড়ের ডিমের ওমলেট। কচুরিপানার পাতায় সার্ভ করা হবে।' এখানেই শেষ নয়, আর দুটি এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে বলেও জানিয়েজন ওই হাতপুতুল। আর কী কী ঋত্বিক জিজ্ঞেস করায় জানায়, 'ওসবের সাথে থাকবে পানী ফলের দই আর পদ্ম পাতার জাঙ্গিয়া। চলবে বড়দা! তুমি আসবে তো?' অভিনেতাকে জিজ্ঞেস করায় তত্‍ক্ষণাত্‍ অভিনেতার স্পষ্ট জবাব 'না'। এদিন অভিনেতার পোস্ট করা এমন ভিডিও দেখে কার্যত হেঁসে লুটোপুটি খাচ্ছেন নেট-নাগরিকরা। অনেকেই কমেন্ট করে লিখেছেন, 'দারুন আইডিয়া।'

তবে এই প্রথম নয়, এর আগেও টাক মাথায় চুলের ম্যাজিক দেখিয়েছিলেন অভিনেতা। চুলের মধ্যে দিয়েই পিয়ানোর সুর তুলেছিলেন ঋত্বিক। তার কিছুদিন পরেই অবশ্য বিশ্বকর্মা পুজোর দিন আরো এক ভিডিও শেয়ার করেছিলেন তিনি। যেখানে দেখা গিয়েছিল, ঘুমিয়ে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। হঠাত্‍ তাঁর বুকের উপর বাজনা বাজতে লাগল। তিনি উঠলেন চমকে। দেখলেন ছেলে মনের আনন্দে বাজনা বাজাচ্ছেন ঘুমন্ত বাবার বুকে। কিছুক্ষণ হকচকিয়ে রইলেন বাবা ছেলে কাণ্ড দেখে। ভিডিয়োটি শেয়ার করে অভিনেতা ক্যাপশান দিয়েছেন, 'এক বিশ্বকর্মায় দুই নিষ্কর্মা'। সে দুবারও অভিনেতার এমন রসিকতায় আপ্লুত হয়েছিলেন সকলে। অনেকেই কমেন্ট করে লিখেছিলেন, 'নিষ্কর্মা বাচ্চাটা দারুণ। আমার ছেলেও যেন এই রকম নিষ্কর্মা হয়, ভালবাসা বেটা'। অন্য একজন বলেছিলেন, 'ছেলেকে একদম তাঁর মতো দেখতে'। কারও মতে, 'সঙ্গীতের সিরিজটা দারুণ হচ্ছে'। কেউ বলেছেন 'মিষ্টি বাচ্চা।'

উল্লেখ্য, এই মুহূর্তে হাতে কাজ না থাকলেও বেশ কিছুদিন আগে 'অনুব্রত ভাল আছো', 'এক ফালি রোদ', 'হ্যাপি পিল মোমেন্ট'-এর মতো একগুচ্ছ ডিজিটাল ছবি মুক্তি পেয়েছে ঋত্বিকের। অপরাজিতার সঙ্গে এক ফালি রোদ দর্শকদের প্রশংসা পেয়েছে। এছাড়াও কিছুদিন আগে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ধর্মযুদ্ধ। ছবিতে তাঁর অভিনয় প্রসংশিত হয়েছে।'