সূর্য প্রণামে নেমে আসে জীবনে শান্তি

সূর্য প্রণামে নেমে আসে জীবনে শান্তি

সময় বাংলা# ভোর বেলা স্নান করে সূর্য প্রণাম করলে জীবনে অনেক বাধা বিপত্তি অশান্তি অসফলতা কষ্ট দুঃখ শারীরিক ও মানসিক কষ্ট কমে গিয়ে জীবনের প্রতিষ্ঠিত হওয়া যায় ।জীবনে উন্নতির পথে নানা রকম সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় সূর্যদেবকে প্রতিদিন শুধু রবিবার বলে নয় ঘুম থেকে উঠে প্রণাম করলে জল দিয়ে জীবনের শান্তি নেমে আসে।

সূর্যদেবকে সন্তুষ্ট করতে গেলে ঘুম থেকে উঠে একটি তামার ঘটে জল ভরে পূর্ব দিকে মুখ করে পরিষ্কার কাপড় পড়ে লাল ফুল দিয়ে পুজো করলে জীবনে শান্তি নেমে আসে। সূর্যদেবকে লাল ফুল অর্পণ করলে বিশেষভাবে সন্তুষ্ট হন। সূর্য দেবকে সন্তুষ্ট করতে পারলে জীবনে প্রতিটি সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় ,সফল হওয়া যায়, জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। তাই আর্থিক দুরবস্থা এবং জীবনের নানা সমস্যা থেকে রক্ষা পেতে প্রতিদিন সূর্য প্রণামের অভ্যাস অবশ্যই করা উচিত। সূর্য প্রণাম এর ক্ষেত্রে বিশেষ মন্ত্র আছে । এই মন্ত্রটি বলে সূর্যদেবকে জল প্রদান করলে লাল ফুল দিয়ে তিনি আনন্দিত হন। সূর্যদেবকে সন্তুষ্ট করতে পারলে জীবনের বহু বাধা বহু কষ্ট নানারকম বাধা-বিপত্তির থেকে মুক্তি পাওয়া যায় তাই বুদ্ধদেবকে নমস্কার করতে করে এই মন্ত্রটি জপ করুন

নমো জবাকুসুম সঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধ্বান্তারিং সর্ব পাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্

নমো শ্রী শ্রী সূর্য দেবায় নমো।

প্রতিদিন স্নান করে পরিষ্কার কাপড় পড়ে লাল ফুল দিয়ে সূর্যদেবকে নমস্কার করুন মেঘলা আকাশ থাকলেও সূর্যদেবকে নমস্কার সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করুন পূর্ব দিকে মুখ করে। জীবনে সফলতা লাভ করুন।