প্রসেনজিত্ ৪টি বিয়ে করেছেন, সেসব নিয়ে টুঁ শব্দ নেই, আমার দু'টি মাত্র বিয়ে: শাকিব

আর তাতেই প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা টেনেছেন। তাঁর কথায়, ''এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে?
আমি তো মাত্র দু'জনকে বিয়ে করেছি। টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিত্ চারটি বিয়ে করেছেন, ইলন মাস্কও চারটি বিয়ে করেছেন, তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টুঁ শব্দ নেই!'' গত ২৭ সেপ্টেম্বর বুবলি প্রথম তাঁর বেবি বাম্পের ছবি পোস্ট করেন হঠাত্ই। তার পর ৩০ সেপ্টেম্বর নিজের ছেলের ছবি প্রকাশ করেন। জানা যায়, সেই ছেলে শাকিবেরই।
আড়াই বছর আগে তাঁদের পুত্রসন্তান শেহজাদ খানের জন্ম হয়েছিল। যৌথ বিবৃতি দিয়ে শাকিব-বুবলি জানান, ২০২০ সালেই শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলি। কিন্তু সে কথা এত দিন লুকিয়ে রেখেছিলেন শাকিব। তা নিয়েই শুরু হয় আলোচনা।
এরই মাঝে শাকিবের সঙ্গে পূজার সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। 'গলুই' ছবির শ্যুটিংয়ের সময় তাঁরা নাকি একে অপরের কাছাকাছি এসেছেন। পূজা যে দিন থেকে তাঁর আমেরিকার ভিসার ছবি পোস্ট করেছেন, মনে করা হচ্ছে, শাকিবের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। শাকিব আমেরিকার নাগরিক।
চলতি বছরই তিনি গ্রিন কার্ড পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা হয়ে গেছে তাঁর। কিন্তু পূজা সেই বিষয়ে মন্তব্য করেন, 'আমার ভিসা পাওয়ায় শাকিবের কোনও ভূমিকা নেই। আমি এক জন অভিনেত্রী।
নিজে গিয়ে আবেদন করতে পারি আমি। এবং আমেরিকায় ঘুরতে যেতে বা কাজে যেতে পারি।' এর আগে শাকিব বিয়ে করেছিলেন অপুকে। তাঁদেরও পুত্রসন্তান রয়েছে। বিয়ে হয় ২০০৮ সালে।
কিন্তু অপু এই খবরটি প্রথম ফাঁস করেন ২০১৭ সালে। তখনই জানা যায়, তিনি ও শাকিব বিবাহিত এবং আব্রাহাম খান জয় তাঁদেরই সন্তান। আপাতত শাকিবের সঙ্গে এক ছাদের তলায় থাকেন না অপু। সন্তানকে নিয়ে আলাদা হয়ে গিয়েছেন তাঁরা। শাকিব তাঁর দুই সন্তানের সম্পর্কে বলেন, ''দু'জনই আমার আদরের সন্তান। দুই ছেলেকেই লেখাপড়া শেখাব আমি। সমানভাবে দেখভাল করব।''