ভোটের আগে তৃণমূলের নয়া পদক্ষেপ, চালু করা হচ্ছে পুরোহিত ভাতা

ভোটের আগে তৃণমূলের নয়া পদক্ষেপ, চালু করা হচ্ছে পুরোহিত ভাতা

সময় বাংলাঃ এবার রাজ্য সরকার চালু করল পুরোহিত ভাতা। ভাতা মাসে ১০০০ টাকা। একই সঙ্গে ওই দুঃস্থ পুরোহিতদের বাংলা আবাস যোজনায় বাড়ি দেওয়া হবে। পুজোর মাস, তাই অক্টোবর থেকে মিলবে এই ভাতা। প্রাথমিকভাবে ৮০০০ পুরোহিতকে ভাতা দেওয়া হবে। গত কাল অর্থাৎ সোমবার পুরোহিত ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজ্য সরকার ইমাম ও মুয়াজ্জেনদের মাসিক ভাতা চালু করেছিল ওয়াকফ বোর্ডের মাধ্যমে।

মুখ্যমন্ত্রী বলেন, 'পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট দুঃস্থ পুরোহিতের জন্য ভাতা চালু করার দাবি জানিয়ে আসছিল। ৮০০০ দুঃস্থ পুরোহিতদের একটা তালিকাও দিয়েছে। সংখ্যাটা পরে আরোও বাড়তে পারে। কোলাঘাটে ওই ট্রাস্টকে এক টাকা দামে সরকার থেকে একটি জমিও দেওয়া হয়েছে তীর্থস্থান তৈরীর জন্য।' এছাড়াও মুখ্যমন্ত্রী মুখ্যসচিব রাজীব সিংহাকে নির্দেশ দেন, পুরোহিত ভাতার অক্টোবর-নভেম্বর মাসের টাকা যেন ছেড়ে দেওয়া হয়। পরে তাদের বাংলা আবাস যোজনা ঘর দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর সাধারণ সম্পাদক শ্রীধর মিশ্র মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, 'রাজ্যের ৩৫টি পুরোহিত সংগঠনের সম্মিলিত প্রতিষ্ঠান এই ট্রাস্ট। সদস্য সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার। তাদের বড় অংশই দুঃস্থ, প্রবীণ। অনেকের বাসস্থান নেই।'

পুরোহিত ভাতা ঘোষণা করার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের সংস্কৃতি রক্ষায় গ্রামেগঞ্জে প্রাচীন মন্দির-মসজিদ-গির্জা কোথায়, কি অবস্থায় রয়েছে, তা জেনে সেগুলোর সংস্কার ও উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন।